আমরা অনেকে অনেক দল করি কিন্তু এটাই সত্য যে, ড. মুহাম্মদ ইউনুস আর ড. জাফর ইকবাল আমাদের জাতীয় সম্পদ। রাজনীতির কারণে আমরা বিভিন্ন ভাবে তাদের সমালোচনা করে থাকি, কিন্তু ভুলে যাই আজ বিশ্বে যদি বাংলাদেশকে চেনাতে হয় আমরা তাদের কথাই বলি। মার্কেটিং এর ভাষায় বলা যায়, পৃথিবীতে তারাই আমাদের ব্র্যান্ড এম্বাসেডর।
আমাদের প্লানিং থাকবে আমরা কিভাবে জাতি হিসেবে তাদের কাছ থেকে সর্বোচ্চ আদায় করে নিব। কিন্তু তা না করে, আমরা ব্যাস্ত তাদের কিভাবে হেয় করা যায়।
আজকে যারা তাদের অপমান করে কথা বলি, তারা কি তাদের নখের ও যোগ্য?
তারা রাজনীতি করতেই পারেন। এটা তাদের অধিকার। তাই বলে আমরা চুনোপুটি হয়ে ইউনুস আর জাফর স্যার এর মতো ব্যাক্তিদের গালাগালি করতে পারিনা।
জাফর স্যার, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার একজন আইকন। মফস্বলে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়কে তিনি সমগ্র বাংলাদেশে সামনের সারিতে নিয়ে এসেছেন নিজস্ব ব্র্যান্ডিং এবং প্রচেষ্টার মাধ্যমে। দেশকে ভালোবেশে অবলীলায় ত্যাগ করেছেন বিদেশকে। তাকে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের মুলব্যাক্তি হিসেবে আমরা ব্যবহার না করে ব্যস্ত আছি কিভাবে তাকে দেশ থেকে বিতারিত করা যায়।
আর ড. ইউনুস কে নিয়ে নাই বললাম। আমাদের উচিত ছিলো, কিভাবে তাকে জাতিসংঘের মহাসচিব বানানো যায় তা নিয়ে জাতীয়ভাবে পরিকল্পনা করা। আর আমরা কিনা তাকে.........
যেখানে, বিল গেটসরা দাড়িয়ে থাকে পেছনে, আর সেখানে তাকে দালাল আখ্যা দিয়ে আমরা আনন্দিত।
আমরা চাই, এই দুই দালাল আমাদের দেশকে আলোকিত করুক। তাদের সমালোচনা করি, কিন্তু তাদের অবস্থানকে আমরা অবহেলা না করি। কারণ তারাই তো আমাদের জাতীয় সম্পদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




