প্রতিদিনের মত ঘুম থেকে উঠে কাজে যওয়ার জন্য রেডি হচ্ছিলাম । ফ্রেস হওয়া শেষে আমার ব্যাগ গুছিয়ে মোবাইল নিতে গিয়ে দেখি মুবাইল নাই
অনেক খুঁজার পরও শেষ পর্যন্ত না পেয়ে অন্য হাউসমেটদের রুম চেক করা শুরু করলাম..। সেখানেও দুইটা মোবাইল এর মধ্যে একটাও নাই ।
বুঝতে বাকি রইল না আমাদের সবার মোবাইল চুরি হয়ে গেছে
আমার প্রিয় মোবাইল এর জন্য সত্যি অনেক মন খারাপ হয়েছে । মেমোরি কার্ড এ আমার প্রিয় সব ছবি স্টিল এবং ভিডিও , আমার সব আকামের জন্যে রাখা মাইয়াগো নাম্বার , মাইয়া পটানোর মজার মজার সব এস এম এস হারিয়ে যাওয়ার কথা ভাবতেই মাথা আউলা হয়ে যাচ্ছে
অবাক করা বিষয় হল আমার মোবাইল এর পাশেই লেপটপ ছিল এবং অন্যরুমে আইপ্যাড। কিন্তু লেপটপ আর আইপ্যাড নিয়ে যায়নি ।
আমার মোবাইলে বহুত পারসোনাল ছবি এবং ভিডিও ছিলো .. কেউ যদি ওগালা পাইয়া যায় তাইলে আমার কি হবে...। বি:দ্র: ওগুলা কিন্চিৎ লুলিও...।
একি দিনে আর কারো বাসার সব মোবাইল কি কখনো চুরি হয়েছে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




