গত রাতে ইউটুবে যোভান কেয়া পায়েলের নাটক "crack" দেখছিলাম । শেষের দিকে নায়িকা কেয়া পায়েলের গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে নায়ক যোভান । নায়িকার বিয়ের খবর পেয়ে সেটা সহ্য করতে না পেরে সে এই কান্ডটি ঘটায় ।
আজ পত্রিকায় বগুড়ার একটা নিউজ পাবেন যেখানে এক প্রেমিক এবং তার বন্ধু বান্ধবের হাতে প্রেমিকার প্রাক্তন প্রেমিক খুন হয়েছেন ।
গত কয়েক মাসে ভার্সিটি পড়ুয়া বেশ কজন ছাত্র ছাত্রী সুইসাইড করেছেন প্রেমগত কারণে ।
এই খুনোখুনি শিখিয়েছে রোমিও জুলিয়েট প্রেম কাহিনী। জুলিয়েটের ছলনায় রোমিও নিজের জান কুরবান করে দিল । জুলিয়েটের ছলনাকে রোমিও ভালবাসা মনে করেছিল, জুলিয়েট বিনা বেচেঁ লাভ কি ভেবে নিজেকে খুন করেছিল । এরপর রোমিওর ত্যাগ হলো জুলিয়েট খুনের কারণ !
এই কাহিনীতে উইলিয়াম শেকসপিয়ার সাহেব শেখালেন আত্মহত্যা নামক খুনোখুনি , নাটক "crack" শেখাচ্ছে ভালবাসা দিবি কিনা বল না দিলে খুন করে দিবো নামক খুনের কাহিনী !
নাটক "crack" এ নায়িকাকে খুনের কারণে নায়কের ফাসি হওয়ার সময় ফাসি কাষ্ঠের সিনে ডায়ালগ ছিলো " তুমি আমাকে এত ভালোবেসো যেন শ্বাস বন্ধ হয়ে আসে আমার " আহা কি দারুন জাস্টিফাই !
প্রেম করেন ভালোবাসেন অসুবিধা নাই ,সিনেমা নাটকে বইয়ে গল্পে প্রেমের কারণে খুন আত্মহত্যা দেখানো বন্ধ করুন। জীবনে এসবের কোনো দরকার নাই ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



