ব্লগে প্রবাসী ব্লগারদের ইউরোপের যুদ্ধ যুদ্ধ খেলার ধারাভাষ্যের বকর বকর দেখতে দেখতে ক্লান্ত । বিদ্রোহী কবির ছানা পোনা কবিরাও সুযোগ পেয়েছে মানবিকতা দেখানোর , আহার যুদ্ধ যদি মাস দুয়েক আগে বাধত ! বই মেলায় অসহায় ক্রেনিয়ানদের প্রতি বর্বর রাশদের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিদ্রোহী বাণীগুলির সংকলন বের করে নিজের প্রতিভা প্রকাশ করা যেত । মিস হয়ে গেল ।
ব্লগের ছাগল (ইংরেজি ছাগল g.o.a.t ) ব্লগারদের লেখালিখি পড়ে পাড়াত দোস্তদের মাঝে পন্ডিতি ফলানোর একটা প্রবনতা জেগে উঠেছে হঠাত । কিন্তু তারা ব্যস্ত নির্বাচন কমিশন নিয়ে । তারা সার্চ কমিটির সেই দশজনের পরিচয় জানতে চায় । প্রতি সপ্তাহে একটা না একটা ভার্সিটিতে গন্ডগোল লেগেই আছে সেই প্যাচালে থাকতে চায় । সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের বাসায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের কেউ কেন যায়নি সেইটা আলোচনা করতে চায় । যুদ্ধের কারণে তেল গ্যাসের দাম বাড়বে বললে বলে সে তো অনেক আগ থেকেই বাড়বে বাড়বে শুনছি , সরকার নাহয় একটা যুক্তিযুক্ত কারণ পেয়ে গেল । যুদ্ধ নিয়ে এগুলোই ভাবে তারা । তারা জানে যুদ্ধ দিয়ে ভুলিয়ে রাখা যাবে সাতার শিখতে প্রশিক্ষণে বিদেশ যাত্রায় কোটি কোটি টাকা খরচের সমালোচনা । তারপরেও সবচে বেশি কথা হয় মশা নামক যন্ত্রণার শীত শেষে হঠাত আক্রমন বেড়ে যাওয়ার । আড্ডায় ঠাস ঠুস শব্দে মশার মৃত্যুই বেশি হয় । কর্ম কমিশন পরীক্ষায় যারা অংশ নেবে একমাত্র তাদের দেখি একটু আধটু আগ্রহ আছে যুদ্ধ বিষয়টায় , বিশেষ বিজ্ঞ ব্লগের এই ছাগলদের কাছে প্রশ্ন রাখলাম , জনাব এই যুধ্যে জড়িত কোন প্রশ্নটি সাধারণ জ্ঞনের পরীক্ষায় আসতে পারে ?
অনেকে বকাঝকা করতেই পারেন । বকা দিলে তাদের মন্তব্য নাকি বন্ধ করে দেয়া যায় । সমালোচনা নিতে না পারলে তার মন্তব্য মুছেও দেয়া যায় । কিন্তু সেই ব্লগ লেখকরা নতুন নাম নিয়ে ফিরে এসে আবার একই কাজ করলে কি করা যায় ।
ভাবছি । খুব ভাবছি এই একটা বিষয় নিয়ে ।
কারণ পাড়ার দোস্তদের আড্ডায় যুদ্ধ নিয়ে কথা বলে দাম পাইনা । যুদ্ধ বাদ !
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




