আমি ভালবাসা মানে এক্ রাশ ফুল দেখার মত আনন্দ কিনা তা আমি জানিনা। তবে এতটুকু বলতে পারি ভালবাসা যখন আসবে আসবে মনে হয় তখন সমুদ্রের ঢেউ তলার মত মনের ভেতর ঢেউ তলে। এই ঢেউএর বৈশিস্ট্য হল এটি মন কে চিন্তিত করে তোলে। এই চিন্তা ভালবাসার মানুষটিকে নিয়ে। তার কথায় ও কাজে।মনে হয় তার কথা বারবার শুনি, তার কথা চিন্তা করি। তাকে নিয়ে অদ্ভুত সব সপ্ন দেখি। সপ্নটা ঠিক এমন – এক্ টা সময় আসবে যখন পৃথিবীর কোনো মানুষের সাথে আমার কোনো লেন দেন নেই এবং হবারও নয়। ঠিক তখনি সে আমার পাশে। আমার তাকে দেবার মত কিছুই নেই। শুধু আছে মন ভুলানো কথা। সে বুঝতে পারবে আমি আমার অক্ষমতা ঢাক্ তে তার সাথে মন ভুলানো কথা বলছি। তবুও সে অধির আগ্রহে ঠিক বাচ্চা ছেলের গল্প শোনার মত আমার কথা শুনবে। জীবনের শেষ ভাগে আমার সঙ্গী হবার মত যখন কেউ থাকবেনা, সবাই যখন আমাকে অবজ্ঞা করবে তখন সে আমায় কাছে টেনে নেবে। যখন সবার কাছে আমি বোঝা। তখনো তার কাছে আমি মোঘল সম্রাটদের মাথার তাজ।
ভালোবাসা কি আমি বুঝিনা।শুধু এতটুকূ বুঝি দুফোঁটা অশ্রু ঝরছে আর তা কেউ মুছে দিচ্ছে। আমি কোনও বিষয় নিয়ে চিন্তা করছি আর এর ভাগ অন্য কেউ নিচ্ছে বা অনুভব করছে।শুধু এতটুকু জানি, বিশাল এই পৃথিবীতে আমি একা আমার দেহের চাহিদা মেতাতে নয় আমার মনের চাহিদা মেতাতে কেউ একজন আমার পাশে।হয়তো এতি অবাক হবার মতই।
ভালবাসা কি তা কেউ যদি সঠিক ভাবে বুঝত তবে তা বোঝাতে যেয়ে অথবা লিখতে গিয়ে পৃথিবীর সমস্ত কাগজ শেষ হয়ে যেত।আমি আবার বলছি ভালবাসা কি আমি তা বুঝিনা। শুধু এততুকু বুঝি যাকে ভালবাসি তাকে না পেলে আমার জীবন টা মুল্যহীন। জানি শেষ পর্যন্ত হয়তো অন্য কাউকে বিয়ে করতে হবে, একসঙ্গে ঘর করতে হবে তবুও যেন তা হবে থাকার জন্যই থাকা।
অবশষে কোনো এক পড়ন্ত বিকেলে বারান্দায় বসে বসে চা খাব আর হঠাৎ আমার পুরানো স্মৃতি চোখের সামনে স্পষ্ট হবে,হয়তো……হয়তো আমার জীবনে আমি কাউকে আমার নিজ অপেক্ষা বেশি ভালবেসেছি। হয়তো সকলের কাছে অস্পস্ট আমি ভালবাসা কি তা বুঝিনা।কিন্তু একি বলছি আমি!! এজন্যই বলছি, সংসার জীবনের মতো চমৎকার জীবনযাপন করেও বাতাসের ঝাপ্টার মতো ঝাপ্টায় পুরনো স্মৃতির কারাগারে বন্দী কোনো এক ভালবাসার কথা, ভাললাগার কথা আমি অকপটে বলছি।তখন এতি ভালবাসা ছারা আর অন্য কি বলব?? ঠিক তখনি আমার মনে হবে সুদীর্ঘ কাল ধরে যার সাথে আমি চমৎকার ভালবাসার ঘেরা জীবনযাপন করছি তার সঙ্গে আমি প্রতারনা করছি। আর নিজেকে আমি প্রতারক ভাবতে চাইনা।এই কথার প্রত্যুত্তরে অনেকে বলবে কেন নিজেকে প্রতারক ভাবা হচ্ছে? তবে তার উত্তর হল এই… ভালবাসা অফুরন্ত কিন্তু প্রকৃত ভালবাসা এবং তা যদি কোনো এক নির্দিষ্ট নারীর জন্য হয় তবে তা শেই নারীর মাঝেই সীমাবদ্ধ।
এমন এক সময় ছিল যখন আমরা ভালবাসাকে অন্যভাবে দেখতাম।তারুন্য আমাদের চিন্তা ভাবনা ভিন্য আঙ্গিকে নিয়ে যেত। আমরা সপ্ন দেখতাম। কোনো কিছু পাবার জন্য, তবে তা চিরদিনের জন্য ধরে রাখব তা আমরা ভাবতাম না।তারুন্য চঞ্চল, তারুন্য জীবন কে সীমাবদ্ধ করেরাখে। বহু দূর পর্যন্ত ভাবার সেই চিন্তা আমাদের মাঝে স্তিমিত করে রাখে।এখন আমারা দোটানায় পড়বো না, কিন্তু এক্তা সময় আমরা ঠিকি পড়তাম। বয়স মানুসের সব কিছু পালতে দেয়, তার চিন্তা চেতনা। ভাললাগা, মন্দলাগা।এমনকি তার চারপাশ…।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




