উত্তম-মধ্যম-নাম পুরুষ
দৃশ্য : ১
চরিত্র : হেদায়েত, সাকিব, পল্টু এবং আরো কয়েকজন
স্থান : হেদায়েত এর বাসা
সময় : দিন (সকাল)
বসে আছে হেদায়েত। তারা চারপাশে বসে আছে আরো কিছু ছেলে। তারা হেদায়েত এর কথা শুনছে।হেদায়েত এর বয়স ৩৫। বিয়ে করেছে কিছুদিন আগে। একটা কলেজের সে বাংলার লেকচারার । এখানে যারা আছে তাদের মাঝে সাকিব আর পল্টু হেদায়েত এর খুবই কাছের। তারা অনেকদিন থেকেই হেদায়েত এর কাছে আসে। হেদায়েত গম্ভীর মুখে বসে আছে।
হেদায়েত
পল্টু : ভাই বুঝলাম নারী বুঝেন না, এটা অনেকেই বুঝেনা, কিন্তু ভাই পেইন্টিং কি করল?
হেদায়েত
(হাত তুলল সাকিব)
হেদায়েত : বল সাকিব
সাকিব : ভাই আমরা কেউই কি নারী বুঝি না, এত প্রেমিক, কবি, সাহিত্যিক থাকতে?
হেদায়েত : আমাদের বাবায় বোঝে নাই আর আমরা সন্তান হইয়া বুঝি কি করে?
সাকিব : ভাই বুঝলাম না
হেদায়েত : বাবা আদম যদি মা হাওয়া রে বুঝত তাহলে গন্দম খাইতো না আর আমরাও দুনিয়ায় আসতাম না
পল্টু : ভাই আপনি একটা প্রতিভা, সাকিবের জিজ্ঞাসা করনটাই ভুল হইছে, ওই বেটা অফ যা
হেদায়েত : সমস্যা নাই যে মানুষ ভুল করে না সে আসলে কিছুই করে না। (একটু থেমে বলল) আজ চলে যা মুড ঠিক নাই।
(সবাই উঠে চলে গেল। হেদায়েত চোখ বন্ধ করে বসে আছে)
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১১ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




