ইদানিং আমি ফেসবুক অথবা অন্য কোনো ওয়েবসাইট এ দেখি অনেকেই স্টাটাস দেয়, কেউ ব্লগ এ লিখে, যে পাকিস্তান ক্রিকেট দলকে সাপোর্ট যারা করে তারা রাজাকার। চাঁদ তারা মার্কা পতাকা যাতে আমরা ঘেন্যা করি। তারা ১৯৭১ সালে আমাদের দেশের উপর অনেক অত্যাচার করেছে। আরো অনেক কথা......... আমি তাদের শুধু একটা কথা বলতে চাই আপনারা ক্রিকেট আর রাজনীতি কে একসাথে দেখবেন না। আমি শুধু এটুকু বলতে চাই পাকিস্তান জিতুক, ভারত জিতুক নয়তো শ্রীলঙ্কা জিতুক, আমি বা আমরা চাই বিশ্বকাপ এই উপমহাদেশে থাকুক। আমি পাকিস্তান সাপোর্ট করেছি, করছি, তাই বলে আমি রাজাকার নই, না আমার বাবা রাজাকার ছিলেন। এই রাজাকারের প্রশ্নে আমাদের অনেকেই এবার ভোট দেবার সময় একটি নির্দিষ্ট জোটকে ভোট দেয়নি, আবার যাদের প্রার্থিকেই পছন্দ হয়নি তারা “না” ভোট দিয়েছে। আর আমদের যুব সমাজের ভোটের উপরই অনেক কিছু নির্ভর করেছে। তাহলে কি বলব, যারাই পাকিস্তান দলকে সাপোর্ট করেছি আমরা সবাই রাজাকার?
আমরা যদি একটু পেছনে তাকাই, আমরা দেখব ইংল্যান্ড আমাদের ২০০ বছর শাসন করেছে। তারা যত মানুষের উপর অবিচার-অত্যাচার করেছে, তা হিসেব করতে গেলে হিসেবের গরমিল অবশ্যই হবে। তাহলে এখন বলি আমাদের উচিৎ না আমরা তাদের সাপোর্ট করি। যদি করি তাহলে দেশপ্রেম নিয়ে অনেক প্রশ্নই উঠবে। আবার আমাদের উচিৎ না আমরা ভারত কে সাপোর্ট করি। কারণ আমরা যদি স্বাধীনতার পর থেকে হিসেব করি তাহলে আমাদের সীমান্তে কত নিরীহ বাঙ্গালীর মৃত্যু হয়েছে তাও একটু খতিয়ে দেখা দরকার। একজন আধুনিক রাজনীতিবিদ বলেছেন, আমাদের বাঙ্গালীদের সমস্যা একটাই, আমরা সাম্প্রতিক ব্যাপারগুলো মনে রাখি। পূর্বের ব্যাপারগুলো ভুলে যাই। তাই ঘুরে ফিরে দুটো দলই আমাদের দেশে ক্ষমতায় আসে।
আরো কিছু কথা বলতে গেলে বলতে হয়, স্বাধীনতার সময় আমাদের দেশে আমাদের মা-বোনেদের উপর যে অবিচার-অত্যাচার হয়েছে, তাও হয়েছে, এই আমাদের কিছু বাঙ্গালীর সহায়তায়, সকলের নয়। সীমান্তে যে অত্যাচার হচ্ছে তাও গুটিকয়েক সৈনিক করছে, সকলে নয়, আর সব ভারতীয় এর পক্ষে নয়। ১৯৭১ সালে যা হয়েছে তাও সব পাকিস্তানী সমর্থন করেনি, আর ২০০ বছরের অত্যাচার সব ব্রিটিশ সমর্থন করেনি বলে আমি বিশ্বাস করি।কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। সেই সকল প্রসঙ্গে না যাই। শুধু এটুকু বলি, আপনারা রাজনীতি আর খেলাধূলা অথবা আমাদের ঐতিহ্য এই বিষয়গুলো একসাথে দেখবেন না। ভালোবাসুন ক্রিকেট কে, ভালোবাসুন মানুষ কে।সংক্ষেপে কথাগুলোবলেছি, ভুল হলে মাফ করবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




