শূন্য কবরে জমা হয় জীবনের প্রতিটি নিঃশ্বাস
শূন্যস্থান থাকে না,
শূন্যের পাতে জায়গা নেয় সময়।
তোমার বাগান কেন খালি?
তুমি কি সময় পাওনি?
পশ্চিম আকাশ সব শুষে নিচ্ছে আলো, সে ডুবছে
ডুবতে ডুবতেও দেখো, গোধূলি!
কথা বলো, যতোটুকু এখনও বাকি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৪