অমি রহমান , চারদিকে অনেক মারামারি চলছে । সরল মনে কেউ কিছু বললেও ধরে নেয়া হচ্ছে আক্রমণ হিসেবে , আমার এই পোস্টটা একদম সরল মনে লিখা ........
আসেনত ভাই , সব বাদ দিয়ে মজার কিছু লেখা দেন । আপনার পোস্ট বেশির ভাগই সিরিয়াস টাইপ , এইবার আত্মসমালোচনা মূলক / আলোচনা মূলক পোস্ট দিন ।
আপনার পরিচয় প্রথম পেয়েছিলাম ৪/৫ বছর আগে । প্রথম আলোর স্টেডিয়াম পাতায় ইউরোপিয়ান ফুটবল নিয়ে আপনার একটা লেখা দেখেছিলাম । আমি আবার পরার সময় লেখককে কল্পনায় একে নিই , আপনারে আকছিলাম চ্যাংড়া পোলা হিসেবে , ভালই লাগছিল , আমি আবার ফুটবলের কঠিন ফ্যান ।এইখানে এসে দেখি আপনি রীতিমত মুরুব্বী(ক্লোজআপহাসি)
আচ্ছা আপনাদের দলটা এত সাহিত্য করত কেন ? বিশেষ করে মোস্তফা মামুন ,সাহিত্য শেষ করে খেলার রেজাল্টটা যে কখন লিখবে আল্লাহর উপর ছেড়ে দিতাম । কলেজে - ভার্সিটিতে তো আমরা আপনাদের ধূমসে গালি দিতাম , আপনাদের কে কেউ কখনো ডাইরেক্ট বলে নাই ? নাকি এটাই সবাই চাইত ?
আচ্ছা আপনার প্রিয় টিম কোন গুলো ? খেলা কাভার করতেন কিভাবে ? মজার কোন অভিজ্ঞতা ??
আসেনত ভাই শেয়ার করি .................. মজা হোক , দিক গালি , তবুও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




