ইদানিং আমার চিন্তাভাবনা গুলো ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে ... কোন শৃংখলা নেই। নিজেকে প্রকাশ করতেও অনেক বেগ পেতে হচ্ছে। অসংলগ্ন এসব চিন্তার output কি আমি জানি না .।.।.। কেন জানি তার পরও মনে হয় , হয়তো পৃথিবীতে এটাই আমার নিয়তি। আপনারাই বলেন, আমার এইসব চিন্তার কোন অর্থ হয়?
সব কিছুতে খুঁত ধরি ইদানিং।
এইটা কেন হইলো , ওইটা হইলো না কেন ? ( কারন খুজে বের করতেই দিন পার)
সবকিছুতেই তাড়াতাড়ি করি ( আগে তো এমন ছিলাম না )
মানুষের সব কথাই সিরিয়াস ভাবে নিচ্ছি
কোন কিছু পড়তে গেলেই মনে হচ্ছে, কি যেন পড়া হয়নি , কি যেন শেখা হয়নি , কি যেন বাদ পড়ে যাচ্ছে।
কোন একটা সূত্র পড়তে গেলেই তার derivation না পেলে , আমার ওই দিন টাই মাটি (তার পর ও পাই না)
কোন emotion কাজ করছে না
অর্থহীন দৃস্টি নিয়ে সবকিছু চোখ বড়ো বড়ো করে দেখি ( আমার বাইরের মানুষ দেখে ভাবে মগা আসছে কোথা থেকে একটা , মাথায় কিচ্ছু নাই )
কাঁদতে পারছি না কোনভাবেই ( আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা )
অল্পতেই satisfied হয়ে যাচ্ছি, এটা আমার চরিত্রের সাথে কোনদিন যায় নি ।
মনে হচ্ছে শতভাগ মনযোগ দিতে পারি না
problem এর কোন শেষ নাই , আমার অর্থহীন চিন্তারও শেষ নাই ।
এর চেয়ে বরং বনবাসে গেলে ভালো হতো !
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




