সকাল বেলা ঘুম থেকে উঠেই মেজাজ টা খারাপ হয়ে গেল। বাজার করতে গেছি, শালার দোকানদার যে এক টাকা ফেরত পাইতাম তার বদলে একখান লেবেঞ্চুস আগায় দিছে। ভাবখানা এমন, হয় উহা চুষিতে চুষিতে বাড়ী যাইয়া আম্মাকে বল ' ম্যা ম্যা দোকানদার মামা না- আমাকে একটা লেবেঞ্চুউউউস দিয়েছে' নতুবা উহা পুটকির নিচে রাইখা তা দিতে থাক- একখান এক টাকার কয়েন পুটকির নিচে চলে আসব।
ছোট বেলায় আমার একখান মাটির ব্যাংক আছিল। আমার বাবা যখন অফিস থেকে ফিরতো প্রতিদিন একটা করে এক টাকার কয়েন নিয়ে আসতো , আর আমি সেগুলো ব্যাংক টাতে রেখে দিতাম । আমার ছেলের যদি এইরকম অভ্যাস হয় ভবিষ্যতে , আমি বলার জন্য প্রস্তুতি নিচ্ছি যে- ' বাবা একসময় একটাকা পাওয়া যেত যা ছিল বাংলাদেশের জাতীয় প্রতীক খচিত এক ধরনের তামার জিনিস- ওটা তো এখন পাওয়া যায় না, তুমি এই লেবেঞ্চুস্টা ব্যাংকে রাখতে পার - যার দাম এক টাকা
ভাবছিলাম পদ্মা সেতু বানানোর জন্য কিছু টাকা (৪২০ BDT) সরকাররে দিমু, এখন ভাবতাছি, অই টাকা দিয়া ৪২০ টা মিঃ ম্যাংগো কিইন্যা চুসতে থাকি , কামে দিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




