দারুচিনি দ্বীপের নায়িকা হয়ে কেমন লাগছে?
বাপরে... পুরো একটি দ্বীপের নায়িকা! বিরাট ব্যাপার (হিঃ হিঃ হিঃ)। আমি অনেক ভাগ্যবতী, দীর্ঘ প্রতিযোগিতা পেরিয়ে দারুচিনি দ্বীপের নায়িকা হতে পেরেছি।
সময় তো তাহলে ভালোই কাটছে?
দারম্নণ কাটছে। দর্শকদের প্রচুর ফোন এসএমএস পেয়েছি। এখনো পাচ্ছি। একদিন তো কাস থ্রি'র এক ছেলে আামকে তাদের বাসায় যেতে অনুরোধ করলো। আত্মীয়স্বজন, ফ্রেন্ডরা বাসায় এসে কনগ্র্যাচুলেট করছে। সব মিলিয়ে সময়টাকে দারুণ উপভোগ করছি।
পুরস্কারে পাওয়া গাড়িটিতে চড়েছেন?
না, এখনো চড়িনি।
চড়লে কেমন লাগবে বলে মনে হয়?
নিশ্চয়ই অন্যরকম একটা ফিলিংস হবে। নিজের গাড়িতে চড়া বলে কথা। এ নিয়ে কত্তো পরিকল্পনা।
যেমন?
আব্বু-আম্মু-ছোটভাইকে নিয়ে এক সঙ্গে গাড়িতে চড়বো। মজা করে লং ড্রাইভে যাবো। দুলাল নামে আমাদের এক ড্রাইভার ছিল। সে আমাকে বলেছিল, বড় হয়ে তোমার যখন গাড়ি হবে আমার কথা তখন মনে কোরো। বিশ্বাস করেন, গাড়ি পেয়ে ওনার কথা খুব মনে পড়ছে। আমার ইচ্ছা প্রথমবার চড়ার সময় গাড়ি চালাবে দুলালভাই। কিন্তু উনি এখন দেশের বাইরে।
শুধু স্টার হয়েই থাকতে চান?
স্টার তো অনেকেই হতে চায়। স্টার হওয়ার পাশাপাশি আমি ভালো মানুষ হতে চাই। হতে চাই ভালো শিল্পী।
এক কথায় নিজের চেহারা সম্পর্কে বলুন।
বিল বোর্ডে নিজেকে দেখে সুইট মেয়ে বলেই তো মনে হয়
।আর অভিনয় কি ঝাল মনে হয়?
(তুমুল হাসি) না না না টক মনে হয় টক...আসলে প্রথম প্রথম নিজের অভিনয় দেখে হাসি পেতো। ভাবতাম কি করছে মেয়েটা, কিছুই তো হচ্ছে না। হয়তো আরো ভালো করা যেতো। সব সময়ই ভালো অভিনয় করার চেষ্টা চালিয়ে যাবো।
রাশিতে বিশ্বাস করেন?
বিশ্বাস-অবিশ্বাস বুঝি না। তবে রাশিফল নিয়মিত পড়ি। আমার রাশি ধনু। আগে অন্য সব রাশিফল পড়ি, তারপর নিজেরটা।
ইন্টারেস্টিং তো...
একটা মজার ঘটনা বলি। দারম্নচিনি দ্বীপের নায়িকা নির্বাচিত হওয়ার সপ্তাহে আমার রাশিফলে ছিল 'এ সপ্তাহে জীবনে সাফল্য আসতে পারে'। মনে হয় আমার ক্ষেত্রে তা ভালোই মিলে গেছে।
দারম্নচিনি দ্বীপের নায়িকাকে যদি কেউ প্রেমের অফার দেয়?
দিতেই তো পারে। আগেও অনেক প্রেমের অফার পেয়েছি। সামনে হয়তো আরো বেশি পাবো। এতোদিন যেভাবে ডিল করেছি এখনো সেভাবেই করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


