শাকিল মঞ্জুর
এক্সিকিউটিভ ডিরেক্টর
রেডিও টুডে
প্রশ্ন : রেডিও টুডে-র প্রোগ্রামাগুলো কোন শ্রেণীর শ্রোতাদের লক্ষ্য করে তৈরি?
উত্তর : এফএম রেডিওগুলো সাধারণত নগরকেন্দ্রিক। এ নগরীর লোকগুলো কর্মব্যস্ততার মধ্যে হতাশা, আশা, জটিলতা নিয়ে জীবনযাপন করছে। এ কর্মব্যস্ততার ফাকেই তাদের এন্টারটেইন করতে রেডিও টুডের প্রোগ্রামগুলো তৈরি হচ্ছে। শ্রোতা টার্গেটের ক্ষেত্রে আমাদের রেডিও চ্যানেলটি ফর কাস অ্যান্ড মাস। অর্থাৎ শ্রোতাদের যেমন একটা কাস থাকবে তেমনি আপামর জনসাধারণের আনত্দরিক অংশগ্রহণ থাকবে। অনত্দরে নবীন শ্রোতারাই আমাদের টার্গেট।
প্রশ্ন : আপনাদের অনুষ্ঠান নির্মাণের স্টাইলটি কি রকম?
উত্তর : আমাদের রেডিও চ্যানেলে নগর সংস্কৃতিকে উঠিয়ে আনার চেষ্টা করছি। রেডিও টুডে একটি ইনফোটেইনমেন্ট চ্যানেল। এন্টারটেইনমেন্টের পাশাপাশি দরকারি তথ্য ও জানানো এর লক্ষ্য। এখানে ইনফরমেশনের দুটি ধরন রয়েছে। একটি হচ্ছে লাইট ইনফরমেশন এবং অন্যটি কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া রেডিও টুডেতে ইন্টারঅ্যাকটিভ অনুষ্ঠান প্রচার করা হয়।
প্রশ্ন : এফএম রেডিওগুলোর জনপ্রিয়তার রহস্য কি বলে মনে করেন?
উত্তর : একটা বিষয় হলো দেশে নতুন কিছু এলেই তা মানুষকে আকর্ষণ করে। এছাড়া বাংলাদেশের মানুষও 24 ঘণ্টার অনুষ্ঠান প্রচারের কোনো চ্যানেল চাচ্ছিল। এফএম চ্যানেলের উপস্থাপনার স্টাইলটি এর জনপ্রিয়তায় ভূমিকা রাখছে। আর একটা বিষয় হলো রেডিও খুবই সহজলভ্য। এছাড়া এফএম চ্যানেলগুলোর অনুষ্ঠানের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। গাড়িতে বসে এমনকি চলার পথে মোবাইলেও এফএম চ্যানেলের অনুষ্ঠান শোনা যায়।
প্রশ্ন : রেডিও টুডেতে তারুণ্যের সুযোগ কেমন?
উত্তর : রেডিও টুডেতে যারা কাজ করছে তাদের বেশির ভাগই বয়সে তরুণ। আর বাদবাকিরা মানসিকতায় তরুণ।
প্রশ্ন : আপনারা তো খবর প্রচার করছেন। এর স্টাইল সম্পর্কে কিছু বলুন।
উত্তর : রেডিও টুডের সংবাদের থিমই হলো 'সবার আগে সর্বশেষ সংবাদ'। আমরা এ বিষয়টার দিকেই মনোযোগ দিই। আমাদের এখানে যারা সংবাদ তৈরি করছে তারাই সংবাদ পাঠ করছে। এর ফলে খবরের ইনার মিনিংটা তারা তুলে আনতে পারছে। হয়তো মাঝে মধ্যে উচ্চারণে ত্রুটি হচ্ছে তবে এটি মার্জনীয়। বর্তমানে রেডিও টুডেতে সংবাদের তিনটি সস্নট রয়েছে। তবে ভবিষ্যতে আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে।
প্রশ্ন : রেডিও টুডে তো বর্তমানে শুধু ঢাকার আশপাশে প্রচারিত হচ্ছে। একে সারা দেশে ছড়িয়ে দেয়ার কোনো পরিকল্পনা আছে কি?
উত্তর : আমরা খুব শিগগিরই চট্টগ্রামে অনুষ্ঠান সম্প্রচার শুরম্ন করবো। এছাড়া আস্তে আস্তে অন্যান্য স্থানে রেডিও টুডেকে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন : ভবিষ্যতে আর কি কি করতে যাচ্ছেন আপনারা?
উত্তর : আগামী বছরের শুরুর দিকে রেডিও টুডের ধরন অনেকটাই পাল্টে যাবে। অনুষ্ঠানের কলেবর অনেক বৃদ্ধি পাবে। আমরা মিউজিক ইন্ডাস্টৃকে সহায়তা করবো। সেই সঙ্গে সুস্থধারার বিনোদন শ্রোতাদের উপহার দেবো। আগামীতে লাইভ কাজ করার চেষ্টা থাকবে। সমাজের উন্নয়নে কাজ করবো আমরা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




