ডেনিয়েল রহমান
প্রডিউসার
রেডিও ফুর্তি
প্রশ্ন : আপনাদের রেডিও চ্যানেলটির প্রোগ্রামগুলো মূলত কোন শ্রেণীর শ্রোতাদের লক্ষ্য করে নির্মিত?
উত্তর : আমরা সব শ্রেণীর মানুষের জন্যই অনুষ্ঠান নির্মাণ করি। তবে রেডিও ফুর্তি অর্থাৎ এফএম রেডিওগুলো নগরকেন্দ্রিক চ্যানেল। তাই আমাদের নগরের মানুষদের চাহিদার দিকে নজর রাখতে হয়। রেডিও ফুর্তি মূলত একটি এন্টারটেইনমেন্ট বেজড চ্যানেল। আমাদের প্রধান টার্গেট ইয়ুথ পিপল বিশেষ করে যার ইয়ুথ অ্যাট হার্ট।
প্রশ্ন : এফএম রেডিও চ্যানেলগুলোর এতো জনপ্রিয়তার রহস্য কি?
উত্তর : আসলে রেডিও সহজেই অনেক মানুষের কাছে পৌছে। এছাড়া বাংলাদেশের মানুষ অনেক দিন থেকেই এফএম রেডিও শুনতে আগ্রহী ছিল। রেডিও ফুর্তির কথা বলতে গেলে বলতে পারি, আমরা একটি মডার্ন আউটলুক নিয়ে যাত্রা শুরু করেছি। মূলত এটি একটি মিউজিক নির্ভর চ্যানেল। দীর্ঘক্ষণ আলোচনা করে শ্রোতাদের বিরক্ত না করে বরং তাদের এন্টারটেইনমেন্টের দিকে নজর দিচ্ছে রেডিও ফুর্তি। আর একটা বিষয় দেখুন, আমাদের নামেই ফুর্তি শব্দটি রয়েছে। আর বাঙালিদের কাছে ফুর্তি মানে কি তা তো বুঝতেই পারছেন। আমরাও চেষ্টা করছি রেডিও ফুর্তির মাধ্যমে শ্রোতাদের ফুর্তি দিতে।
প্রশ্ন : আপনাদের অনুষ্ঠান উপস্থাপনা স্টাইল সম্বন্ধে বলুন।
উত্তর : আসলে এ স্টাইলটি আমাদের রেডিও ফুর্তির নিজস্ব নীতি। আমরা চেষ্টা করছি শ্রোতারা যেন স্টাইলটি শুনেই বুঝতে পারেন তারা রেডিও ফুর্তি শুনছেন।
প্রশ্ন : আপনাদের রেডিও চ্যানেলে তারুণ্যের সুযোগ কেমন?
উত্তর : আমি জোর দিয়েই বলবো রেডিও ফুর্তি তারুণ্যনির্ভর একটি চ্যানেল। এখানে যারা কাজ করছে তাদের শতকরা 95 ভাগই 30 বছরের কম বয়সী। এর উপরে যারা আছে তার অন্তরে তরুণ। আমরা সব সময়ই মানুষের কৃয়েটিভ সাইটটি দেখতে চেষ্টা করি।
প্রশ্ন : আর জে (রেডিও জকি)দের ব্যাপারে আপনার মনত্দব্য কি?
উত্তর : নিঃসন্দেহে তারা খুবই ভালো করছে। আমি একটা বিষয় খুব নিশ্চিত হয়েই বলতে পারি, রেডিও জকিরা খুব শিগগিরই সেলিব্রেটি হয়ে যাবে। আমাদের চ্যানেলে প্রতিদিনই ফোন করে কমপক্ষে 20 থেকে 30 জন আর জে হতে ইচ্ছা পোষণ করছে।
প্রশ্ন : আর জে নেয়ার ক্ষেত্রে আপনারা কোন দিকগুলোর দিকে নজর দিয়েছেন ?
উত্তর : কে কতোবার বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে কিংবা কতোটা ভালো আবৃত্তি করতে পারে এ বিষয়টি আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা শুধু দেখি কেউ আর জে হিসেবে কাজ করতে আগ্রহী কি না এবং কথা বলতে পছন্দ করে কি না।
প্রশ্ন : বর্তমানে শুধু ঢাকাতেই আপনাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। ভবিষ্যতে এটি আরো ছড়িয়ে দেয়ার পরিকল্পনা আছে কি?
উত্তর : আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে দেশের অনেক জায়গায় আমাদের অনুষ্ঠান ছড়িয়ে দিতে পারবো। রেডিও ফুর্তির বর্তমান জনপ্রিয়তায় আমরা এ ব্যাপারে খুবই আশাবাদী।
প্রশ্ন : ভবিষ্যতে আর কি কি করতে চান?
উত্তর : একটা কথা আগেই বলে নিই, আমাদের পরিকল্পনার 50 ভাগ মাত্র এ পর্যন্ত প্রয়োগ করেছি। আশা করছি, এ বছরের মধ্যে আরো কিছু নতুন অনুষ্ঠান ইন্ট্রোডিউস করতে পারবো। তবে আমরা সব সময়ই ভালো রুচির গান শোনাতে চেষ্টা করবো। এছাড়া নানা ধরনের সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ করতে আগ্রহী রেডিও ফুর্তি। আমরা আমাদের অনুষ্ঠানের স্টাইলে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছি। আপাতত এগুলো সারপ্রাইজ হিসেবে রইলো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




