ঈশ্বর আর প্রেমিকের সংলাপ
ঈশ্বর ঃ সে যদি তোকে পিষে কেরে ধুল-বালি
প্রেমিক ঃ পথ থেকে পথ ওড়ে যাব খালি
ঈশ্বর ঃ ওড়বে , সে যদি ভেঙ্গে দেয় তোর পাখা
প্রেমিক ঃ পড়তে পড়তে ধেরে নেব ওর শাখা
ঈশ্বর ঃ শাখা থেকে যদি ফেলে দেয় মাটিতে
প্রেমিক ঃ কি আর করবো ,না হয় জড়িেয় ধরবো ওকে
প্রেমিক ঃ বল আদালত এর পরেও কি কিছু বলবে '''''''''''''
ঈশ্বর ঃ যাও আজিবন কষ্ট ভোগ কর্।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




