বসন্তের সন্ধ্যা ।
সূর্য্য ঠিক মাথার উপরে।প্রচন্ড গরমে ঘর্মাক্ত হয়ে শুয়ে আছি।এর মধ্যে মুঠোফোনে এফ.এন.এফ করা নাম্বার থেকে ক্ষুদ্র বার্তা সেবা (এস.এম.এস) এল।
ডাক পড়েছে।এখনি যেতে হবে। কি আর করা! গায়ে একটা সোয়েটার জড়িয়ে বের হলাম।
সকালের ঠিক এই সময়টাতে এখানে রিকশা পাওয়া মুশকিল।অনেক্ষণ অপেক্ষা করার পর একটা লোকাল বাসে উঠে পরলাম।সৌভাগ্যক্রমে জানালার পাশে একটি সীট পেয়ে গেলাম।কিন্তু জানালার আবার কাচ নেই।তাই বৃষ্টির পানিতে সারা শরীর ভিজে গেল।
বাস থেকে নেমেই আবার রিকশা খোজা।কিন্তু কোন রিকশাওায়লাই যেতে চাচ্ছে না।এত রাতে নাকি আদাবর এলাকাটা নিরাপদ না।যাই হোক শেষ পর্যন্ত একটা রিকশা পাওয়া গেল। রিকশা থেকে নেমে যখন ওর বাসার নিচে এসে দাড়ালাম তখন সূর্য্য প্রায় ডুবি ডুবি করছে।
পাশেই দেখা যাচ্ছে ধানমণ্ডি লেক।কপোত কপোতীর মেলা বসেছে।কিছু বাদামওয়ালা এদিক সেদিক ঘুরাঘুরি করে আমরা বিক্রি করছে।এসব দেখতে দেখতে খেয়ালই করি নি কখন ও এসে দাড়িয়েছে।
দুজনে মিলে হাটতে হাটতে বসুন্ধরার আট তালায় খাবার দোকানে চলে গেলা।কি বাতাস সেখানে!!! মনটা ভালো হয়ে গেল।একটা পেপার বিছিয়ে দুজন নরম ঘাসের উপর বসে পড়লাম।তখনই হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল।
আমি চোখ খুল্লাম।ইলেক্ট্রিসিটি গেল।চোখের সামনে রেডিয়াম দেয়া ঘড়িটা জলছে।রাত ৩.২৭। স্বপ্নের বাকিটুকু দেখার জন্য হয়ত আরো দুই ঘণ্টা অপেক্ষা করতে হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




