সার্পেডনের মৃত্যু:-
**********
একিলিস যুদ্ধ থেকে বিরত থাকলেও গ্রীকদের জাহাজে যখন আগুন দেওয়া হচ্ছে তখন আর চুপ করে থাকতে না পেরে তার এক সহকর্মী ও অন্তরঙ্গ বন্ধু প্যাট্রোক্লাস এর অনুরোধে মার্মিডন রাজ একিলিস নিজে না গিয়ে প্যাট্রোক্লাসকে পাঠালে যখন প্যাট্রোক্লাস অনেক সৈন্য হত্যা করছিল তখন সার্পেডন বাধ্য হয়ে প্যাট্রোক্লাসের এর সাথে প্রকৃতবীর হিসেবে লাইসিয়াবাসী (নিজের দেশের) সম্মান রক্ষার জন্য ট্রয়দের মিত্ররুপে প্যাট্রোক্লাসের সাথে যুদ্ধ করে এবং প্যাট্রোক্লাসকে দু'দুবার বর্শা আক্রমণ করে এবং দুবারই তা ব্যর্থ হয়।কিন্তু প্যাট্রোক্লাসের বর্শা ব্যর্থ না হয়ে সোজা তার বুকে যেখানে ফুসফুস থাকে সেখানে গিয়ে লাগলে সার্পেডনের মৃত্যু ঘটে। মৃত্যুর পূর্বে ভূতলশায়ী হয়েও সে প্রকৃত বীরের মতবলে যায়,হে ভাই গ্লকাস তুমি নিজে এবং লাইসিয়াবাসী উভয়েই আমার সম্মান রক্ষার্থে ট্রয়দের হয়েগ্রীকদের বিরুদ্ধে যুদ্ধ কর এবং জয়লাভ কর। সার্পেডনের মৃত্যুর আগে সার্পেডন ও প্যাট্রোক্লাস এর যুদ্ধের সময় সার্পেডনের সম্মানার্থে পৃথিবীর ঊপর রক্তবৃষ্টি করেন জিয়াস। সার্পেডনের দেহ নিয়ে সার্পেডনের মৃত্যুর পরও প্যাট্রোক্লাস এর হেক্টরের হাতে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত ট্রয়বাসী ও প্যাট্রোক্লাস এর যুদ্ধ চলছিল।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৩