১
পিপিলিকা,
খাদ্য খুজে মরে,
পিঠের উপর পাহার সব বোঝা
হায় যদি তুই,
এপথ ছেরে
অন্য পথে লুকিয়ে যেতিস !
সফল হতো
আমার আধার খোঁজা !
রোদ ছিটানো
শিশির কনায়
রুপোর আহাজারি,
ধরতে মানা
ছুতেও মানা
বৃথাই কেঁদে মরি ।
২
অলস জীবন মর্চে ধরা মাথা
হারার ভয়েই যুদ্ধ ছেরে
পালিয়েছি, প্রদিপ নেভার ব্যাথা
বুকে নিয়ে ডুব দিয়েছি, ডাকিস কেরে ?
আমি আজো লুকিয়ে আছি রোদের নিচে
ডাকিস নারে, এ ঘুম আমার ভাঙ্গবে নারে
জল ছিটানো ঘাশ উঠানো ক্রিকেট বিচে
ব্যাট রেখেছি তুলে, আউট বারে বারে ।
৩
শিমুল গাছের রক্তরাঙ্গা শিমুল ফুল,
শিমুল তুলা আসবে বলে
পত্রবিহীন শিমুল ডালে
পাখি ডাকে,
শিমুল গাছের ছায়ায়
বসে ভাবি
অ্যাতো ত্যাগের কি প্রতিদান
শিমুলবৃক্ষ পাবে ?
সৃষ্টি সুখের কি উপাদান
শিমুল তোমার রবে ?
জন্মে শুধু দিয়েই গেলে
বিসর্জনে কিইবা পেলে !
অঙ্গহানির কি বেদনা !
বুঝবে কি কেউ ?
তোমার দুঃখ শিমুল-তুলোর বালিশ মাথায়
ভাববে কি কেউ ?
৪
মানুষ ক্যানো কাঁদে ?
একা সোনার জীবন ছেরে মায়ার এঘর বাঁধে ?
মায়ার বাধন না যায় ছেরা, বুকে লাগে টান
অশ্রু ছুটে ব্যাথা ফুটে, এ কোন বিষের বান !
৫
জলের উপর ঘর বেধেছি
জলেই বসবাস,
চোখের জলে বুক ভেসেছে
নিঠুর পরিহাস !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


