আমার এই লেখাটা পড়ে হয়ত অনেকেই প্রতিবাদ করবেন, তারপরও আমি শ্রেফ বিগত কিছুদিনের অভিজ্গতা তুলে ধরছি।
এই দেশের ইতিহাসে ছাত্রদের অবদান অনেক, আমি সেইসব ছাত্রদের কাছে করজোর মাফ চেয়ে বলছি;
১. ঢাকা শহরের অধিকাংশ বাসে ছাত্রদের জন্য হাফ ভাড়া নাই, তারপরও বাস মালিকগণ ছাত্রদের কাছথেকে হাফ ভাড়া নিয়ে থাকে, কিন্তু প্রায় সময় দেখাযায় অধিকাংশ ছাত্র ভাড়া দিতে অপরাগতা জানায়, কারন জিগ্ষেষ করলে বলে আমি ওমুক কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাড়া আবার কি? তারপরও যদি আবার ভাড়া চাওয়া হয় তখন দেওয়া হয় মাইর, ভাঙ্গা হয় গাড়ি, কারন, আমি ছাত্র, আমার জন্য সবকিছু মাফ।
২. বাসে বসে যা ইচ্ছা তাই করতে পারি, কারন, আমি ছাত্র, আমার জন্য সবকিছু মাফ।
বাসের হেল্পারা যখন ছাত্রদের অকথ্য ভাষায় গালাগাল করে তখন আমাদেরও খারাপ লাগে, কিন্তু ছাত্ররা কি বুঝতে পারে?
আমরাও একসময় ছাত্র ছিলাম, বাসে হাফ ভাড়া দিতান, মাঝে মাঝে হাফ থেকে কমও দিতাম কিন্তু কখনও বিনা ভাড়ায় বাসে চড়িনাই।
অনেকেই বলবেন, ছাত্ররা এত ভাড়া কোথাহতে দিবে? যখন ভাড়া না দিয়ে বলে টাকা নাই গরিব মানুষ, কিন্তু হাতে দামি মোবাইল সেট তখন? বাবা-মা তো সবাইকে পুরা ভাড়াটাই দিয়েদেন, তারা হয়তো কিছু বেশী খরচ করে ফেলে, তাই বলে .....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




