১.
কাজিনের গাড়িতে একা বসে ছিলাম।রাত হয়ে যাচ্ছিল।তাই অন্য এক আত্মীয়ের বাসা থেকে সবাই বাসায় ফিরে যাচ্ছিল।এবং পথে আমাকে বাসায় ড্রপ করে দেয়ার কথা।কিন্তু তারা উপর থেকে নেমে আসতে বেশ দেরি করছিল।তাই প্ল্যান করলাম গাড়িটা নিয়ে পালিয়ে যাব।চিরতরে।এবং বিক্রি করে যে টাকা পাব তা দিয়ে আনন্দে সময় কাটাব।তবে এতে সমস্যা হল গাড়ি ড্রাইভ করতে জানিনা।নিজেকে বুঝলাম যেহেতু আমি সাইকেল চালাতে জানি তাই গাড়িও চালাতে পারব।কিন্তু এরপরও ভেবে দেখলাম এতে পরিবারের সাথে সম্পর্ক মিটে যাবে চিরতরে এবং বাসায় থেকে পড়াশুনা করে জীবনযাপন করে যে সুবিধাগুলো পাওয়া যেত সেগুলিও পাওয়া যাবে না।তাছাড়া সামনে পরীক্ষা।এই মুহুর্তে এমন রিস্ক নেওয়া যায় না।তাই প্ল্যান বদলালাম।ঠিক করলাম অন্তত তিন চার দিনের জন্য গাড়িটা নিয়ে শহরের বাইরে থেকে বেড়িয়ে আসব।থাকা খাওয়া ঘুমানো গাড়িতেই।আহ্ চমৎকার একটা অ্যাডভেন্চার হবে! এজন্যে অবশ্য খাওয়া খরচ এবং পেট্রোল খরচ লাগবে।কিন্তু পকেটে এক পয়সাও না থাকায় এই পরিকল্পনা পুরোপুরি বাতিল করতে হল এবং বাসায় ফিরতে হল তাদের সাথে।
২.
ধুর্র্!মেজাজ চূড়ান্ত রকমের খারাপ!ঠিক করলাম টাকা পয়সা হলে প্লাস্টিক সার্জারি করিয়ে এই বিশ্রি চেহারাটা বদলে ফেলব।তাহলে বয়ফ্রেন্ডের কোন অভাব হবে না।আর জীবন হয়ে উঠবে ঘটনাবহুল।চমৎকার একটা প্রেমময় যৌনজীবনের স্বাদও পাওয়া যাবে!
এরপর ভাবলাম,আরো টাকা পয়সা হলে দেখতে সুন্দর হবার কয়েক বছর পর সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারিটাও করাব!অর্থাৎ, লিঙ্গ পরিবর্তন।তাহলে ছেলে হয়ে অনেক মেয়ের সাথে প্রেম করতে পারব! তারপর আবার কয়েকবছর পর সার্জারির মাধ্যমে মেয়ে হয়ে যাব!ওয়াও! জীবনে অনেক এক্সপেরিয়েন্স হবে!
..........
ভাবছিলাম অভাবমুক্ত জীবনের ছকটা কত সহজই না হতে পারে!অথবা আসলে সমস্যাগুলির সমাধান করা যায় না।এজন্যেই উপেক্ষামূলক সমাধান বের করে অকারনে আনন্দিত হতে হয়।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




