ভাবুন ব্যর্থতার ছারপোকা আপনাকে গভীর রাতে, আপনার গভীর নিদ্রায় কামড়ে কামড়ে খাচ্ছে । আপনি তা বুঝতেও পারছেন না , কিছু করতেও পারছেন না । যখন বুঝতে পারলেন তখন , হাজার দোকান থেকে, হাজার ধরনের ওষধের ব্যবহার করছেন ছারপোকা তাড়াবার জন্য । কিন্তু মজার ব্যাপার ছারপোকা যাচ্ছে না । যত আধুনিক ওষধ দিচ্ছেন ছারপোকা তত আধুনিক হচ্ছে । প্রতিদিন আপনার আধুনিক ওষুধের সাথে ছারপোকা আধুনিক হচ্ছে । ব্যাপারটা অদ্ভুত না?
আমার ধারণা অনুযায়ী সফলতা বলে কিছু নেই । সফলতা চিন্তা ধারায় । আপনি শেষ বেঞ্চে বসা হয়তবা কোন ব্যর্থ ছাত্র । আপনার কাছে সফলতা হল পরীক্ষায় পাশ করাটা । আস্তে আস্তে আপনি বড় হবেন, আপনার পরিচিত ভাল ছাত্র বন্ধুরা গাড়িতে ঘুরবে নিজের বাড়িতে থাকবে রেস্টুরেন্টে গেলে তারা আপনার খাবারে বিল দিবে , তখন সফলতা হিসেবে আপনি দেখবেন গাড়ি, বাড়ি আর অন্যের বড় অঙ্কের বিল "আইরে ব্যাটা চিল, মাই ট্রিট । " বলে বিল দেয়া কে । আপনি আরও বড় হবেন , আপনার সন্তান হবে । আপনার সেই ভাল ছাত্র বন্ধুদের সন্তান ভাল ভাল জায়গায় পড়বে , তথা কথিত মানুষের মত মানুষ হবে । আপনার সফলতা তখন হবে নিজের সন্তান কে মানুষ করা ।
দেখেছেন, সফলতা সময়ের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে? আমি সফল না, আমি সফল হচ্ছি না , এসব হল আপনার গভীর রাতের ছারপোকা । সফলতার সংজ্ঞা আপনি পাবেন না । যত ভাবে ভাবুন আপনার সংজ্ঞার পরিবর্তন তত ভাবে হবে । এই ছারপোকা ধ্বংস করার কোন উপায় আছে কিনা বা কার কাছে পাওয়া যাবে সে সম্পর্কে আমার কোন ধারণা নেই ।
আপনার ধারণা থাকলে জানাবেন ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


