একটি কবিতার জন্য,
শুধু একটি কবিতার জন্য
তাপসী বকের মত এ প্রতীক্ষা
আকুতি মিনতি
নতজানু প্রার্থনা ।।
ছুটে যাই আমি বিধাতার কাছে
পরম করুণাময় ।
শুধায়, ‘ তুমি কী বিশ্বাসী?’
হায় পোড়া মন!
বিধাতাই যদি তুমি-
আমি বিশ্বাসী কি অবিশ্বাসী তাতে কী ই বা এসে যায় ।।
কবিতা কোথায় পাই ?
মাছের মত সাঁতার কেটে
পাখীর মত ডালে বাসা বেঁধে
প্রকৃতির কাছে যাই । বলে ,
মানবী তুমি তাই লাজ লজ্জা নাই ।।
শুধু এতটুকুন সুখের আশায়
জেলেছ আগুন, কেটেছ পাহাড়
মেরেছ নদী । ক্রোধান্বিতা প্রকৃতির বুকে
ভূমিকম্প, বিষ্ফোরণ আর জলোচ্ছাস !
কবিতা কোথায় পাই ?
মানবী আমি বড় আশা নিয়ে
তার কাছে ছুটে যাই ।
ধনুকের মত চোখের ভাষাতে, গহীন কালো চুলের আঁধারে,
লোমশ বুকে আর হাতের তালুতে
ধুমপানে পোড়া ওষ্ঠ যুগলে আগুন শুধুই আগুন ।
কবিতা কোথায় পাই?
আমি আগুনেই পুড়ে ছাই ।।
একটি কবিতার জন্য
আমার ছোট্ট শিশুর কাছে ।
ছোট্ট হাতের কোমল ছোঁয়াতে
’মা’ ডাকে যার ভূবণ ভোলে যে । বলে
আমার নিরাপদ ভূমি চাই ।
কবিতা কোথায় পাই ?
কবিতাহীন বসে থাকি আমি
একি আমি ?
আমার নি:শ্বাস ? নাকি
ভেন্টিলেটরে শুধু দেহখানি ?
বাঁচে কৃত্রিম শ্বাসে । আর
কাব্যহীন পড়ে রয় ।।
জুলাই ৯, ২০১০
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




