তোমার সাথে আমার জীবনের
খুব একটা তফাত কিন্তু নেই ।
তুমি রোজ নিজ হাতে তালা খুলে
ঘরে ঢোকো । আমিও ।
শব্দগুলো তোমার মগজে মননে
কিলবিল করে । করে যুদ্ধ।
আমার ও ।
তুমি জানালা খোলো , আমি
সংকোচে করি দরজা বন্ধ।
ঘরে শোন না কোন মানুষের কন্ঠ ।
আমিও ।
পায়ের আওযাজ গুলির মত
ধক ধক ধক । আর ঢোকে না কানে ।
এখানে আমি থেকে ও থাকি না ।
আমার চরণ পড়ে ঠিকই
মন বসে না ।
ঐ যে দূরে গাছের ডালে
বাবুই পাখির বাসা । আমি সেই বাবুই পাখির বাসা ।
কখনো বা সেই বাসাতেই বাঁধি ঘর-
হাড়ি কড়ি সোনার কাঁকন
আমি সেই বাবুই পাখির বাসা ।।
এখানে থাকি চুপটি করে
বলি বৃষ্টির সাথে কথা ।
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
বৃষ্টি শোনায় গান ।
টাপুর টুপুর টাপুর টুপুর
বৃষ্টি বাজায় নুপুর ।।
মিষ্টি কথার জোয়ার।
ছুঁয়ে ছুঁয়ে যায় দেয় ভিজিয়ে ।
আমি বৃষ্টি হয়ে রই ।।
এ মাটিতে পা ফেলে ফেলে
আমি স্বপ্নের দেশে হাঁটি ।
স্বপ্নের দেশে গোলাপ বাগান
ছুঁয়ে দেই হাসে হাস্না হেনা
আবার ছুঁলাম- লজ্জাবতী ।
আবার- সে কৃষ্ঞচুড়া
কমলা রং এর আকাশটাকে
আমি স্বপ্নের কথা কই ।
আমি কৃষ্ঞচুড়া হই ।।
আমি তোমার গান ই গাই ।
তোমার হৃদয় মাঝে
হৃদয় টুকু ছুঁয়ে ছুঁয়ে রই । ।
তোমার কথার মাঝে
না বলা কথার নৈ:শব্দকে শুনব বলে
কান পেতে রই ।
তোমার স্বপ্নের পথে হেঁটে হেঁটে
আমি পথে ই পড়ে রই ।।
১১জুলাই, ২০১০ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




