১টি পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ৯০% speration চাওয়া হয় মেয়েদের পক্ষথেকে। কিন্তূ কেন তাদের এই seperation চাওয়া after 5/10/15 years পরে, এ ব্যাপারে সঠিক আলোচনা হতে পারে কিন্তূ আমার চোখে পরে নি । তাই কিছু প্রশ্ন থেকেই যায় এবং যাবে যে, কেন তাদের নিজ জামাইকে বুঝতে ১বছরের বেশি সময় লাগলো।
আজ বাচ্চাকাচ্চা হয়ে যাবার পর তাদের চলে যাবার প্রচেষ্টাকে নারীঅধিকার আন্দোলনের কর্মীরা বিভিন্ন ভাবে justify করার চেষ্টা করছেনা । কিন্তূ আমার চোখে একটা justifcation ও সঠিক নয়। সকল কথার মাঝে মোদ্দা কথা হলো ২টি -
১। বাচ্চা হবার পরে (প্রায় ১ বছর) কেন ভাল না লাগার আলোচনা হবে । নাকি তাদের জামাই নতুন ভাবে তাদের সামনে, বাচ্চা হবার পর। কেন বাচ্চাদের ইচ্ছাকে বড়দের ইচ্ছার উপর প্রাধান্য দেয়া হবে না যখন বচ্চার ফেলফেল করে তাকিয়ে থাকে, যেহেতু কথা বলতে পারেনা, বাবা-মা উভয়ের পথ চেয়ে।
২। যেখানে জামাই মারামারি করে না অথবা কোন রোগ নেই যা স্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে [এই বিষয়টি elaboration -র দাবি রাখে], সেখানে কেন seperation আসবে।
আমরা কিসের সমাধান দিতে চাই এই সমাজে যে সমাজে বিয়ে প্রথা এখনও ৯৫% হলেও আছে। হ্যা আমাদের আরও ১০০ বছর অপেক্ষা করতে হবে দেখার জন্য ৯৫% - বিবাহ বহিঃর্ভুত সম্পর্ক এবং বাচ্চা হওয়া । কিন্তূ তখন আমরা আর থাকবনা এবং বাচ্চাদের এই ইচ্ছেটাকে এভাবে লেখা বা ভাবা হবে না।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




