আওয়ামী লীগের এক্স সাধারন সম্পাদক জলিল "এখন আত্মগোপনে", শিরোনামটা পড়ে ভাবছিলাম আমরা এখনও কোন যুগে আর কোন দেশে বাস করছি। একটা মানুষ তার মতামত প্রকাশ করেছে ( ভাল বা খারাপ বিবেচ্য নই ) এর জন্য তাকে আত্মগোপনে চলে যেতে হল। আমাদের নুতন সরকার ( আওয়ামী ) গনতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেল্লো আর এখন দেখছি জলিলকে এক কথাই পারলে তাকে গিলে খাই। দল মত নির্বীশেষে প্রত্যকটা মানুষের নিজ নিজ ইচ্ছা মত প্রকাশ করার জন্মগত অধিকার আছে ।আর এজন্যই লাক্ষ মানুষের রক্তের বিনীময়ে বাংলাদেশ নামক ছোট্ট দেশটি স্বাধীন হয়েছিল । সারা বিশ্বের যত গনতান্ত্রীক দেশ আছে প্রতিটি দেশের জনগন তাদের মতামত স্বাধীন ভাবে প্রকাশ করতে পারে, কেউ তাদের বাধা দেই না। কিন্তু এসরকারের গুণ্ডা বাহিনীর কার্যকলাপ দেখে মনে হচ্ছে বাঙ্গালী জাতি পাকিদের থেকে স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আওয়ামী বাহিনীর হাতে জিম্মী হয়ে গেছে ।
আওয়ামী বাহিনী যেন বলতে চাইছে, সাবধান আমরাই সব আমরা যা করছি বা বলছি এর বিরুদ্ধে কিছু বলতে বা শুনতে চাই না।
তবে শেষে একটা কথা না বললেই নই, সেটা হচ্ছে আজ জলিল কে
মারধর দিয়ে আত্মগোপনে পাঠালেও মানুষ আর আজ এত বোকা না
মারধর দিয়ে এক'দু জনের চুপ করানো যাবে কিন্তু নিজেদের ভূল গুলি ঢাকা যাবেনা।গুণ্ডামি, মারামারি বন্ধ করুন নিজেদের শুধরান আর গনতান্ত্রীক হন।সকলের কথা বলার আধিকার ফিরিয়ে দিন মনে রাখবেন অন্যের মতামত কে শ্রদ্ধা করলে আপনার মতামত কেও মানুষ শ্রদ্ধাভরে গ্রহন করবে।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




