সংবাদ মাধ্যমগুলোকেই এখন বাংলাদেশ ক্রিকেট টিমের সামনে সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে হচ্ছে। যাদের চাইলেই ছয় মেরে বাউন্ডারির বাইরে পাঠানো যাচ্ছে না! এরা মন চাইলেই নিজ দেশের টিমকে হারিয়ে দিচ্ছে, মন চাইলেই আজগুবি সমালোচনা লিখছে। সাক্ষাতকারের নামে অবান্তর প্রশ্নবাণে জর্জরিত করছে খেলোয়াড়দের। আর টক-শোগুলোর কথা না-ই বা বললাম!!
আজগুবি এবং আগাম সংবাদ লেখার জন্য বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম বেশ পরিচিত। বিশ্বকাপ শুরুর প্রারম্ভে প্রথম আলো এমনটি শুরু করেছিল (উৎপল শুভ্র'র কথা নিশ্চই ব্লগারদের মনে আছে)।
এক্ষেত্রে চমক দেখালো কালের কণ্ঠ। বিশ্বকাপে যেখানে নিজ দেশের টিমের খেলা সেখানে এমন সংবাদ পরিবেশন করে কালের কণ্ঠ কোন ধরনের এথিক্স প্রদর্শন করলো তা' বোধগম্য নয়। বোঝা যাচ্ছে, খেলা শেষ হবার আগেই সংশ্লিষ্ট সাংবাদিক রিপোর্ট লিখে ফেলে!!!!
প্রশ্ন হলো- সব সংবাদের ক্ষেত্রেই কি মিডিয়াগুলো এমন আগাম সংবাদ লেখে?
[ ফেসবুকে এক বড় ভাইয়ের কল্যানে স্ক্রিণশটটি পাওয়া। মূল সংবাদের লিংক এটি।] পরে কর্তৃপক্ষ সংবাদটি পরিবর্তন করে নেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




