২০০৬ সনে কোরিয়ান ও ইংলিশ ভাষাতে তৈরি ও ২০০৭ সনে মুক্তিপ্রাপ্ত ছবি The Host (2006)। ছবি তৈরির লোকেশান সাউথ কোরিয়া।
একটি অস্থিতিশীল পরিবেশের যে কোনো স্থানে যে কোনো ভাবে ছবিটি অত্যন্ত বলিষ্ঠ ভুমিকা রাখে। এতোটাই বলিষ্ঠ ভুমিকা, দেখে মনে হতে পারে এই ছবিটি মনে হয় একমাত্র উক্ত দেশের জন্য তৈরি হয়েছে অথবা উক্ত প্রতিষ্ঠানের জন্য তৈরি হয়েছে। অর্থাৎ চলমান সমাজের বাস্তব প্রতিচ্ছবি।
অবসরে আমরা যারা নেটফ্লিক্সে সিনেমা মুভি দেখতে পছন্দ করি, তাঁদের জন্য চমৎকার একটি ছবি। ছবিটি নানান সূত্রে গাঁথা এক বিচিত্র সমাজের কথা। যা আমাদেরই কোনো সমাজ, হয়তো আমাদেরই কোনো দেশ, হয়তো আমাদেরই কোনো না কোনো প্রতিষ্টানের চিত্রে চিত্র আঁকা হয়েছে এই দুই ঘন্টায়। কিছু কিছু সিনেমা মুভিতে দর্শক আকর্ষণ ক্ষমতা থাকে প্রবল। আমার কাছে মনে হয়েছে The Host সিনেমাটির দর্শক আকর্ষণ করার মতো যথেষ্ট ক্ষমতা রাখে।
Genre: Horror, Comedy
Original Language: Korean
IMDb RATING: 7.1/10
Rotten Tomatoes: 93%
Movie Trailer: The Host (2006)
ছবি ও তথ্য সূত্র:
imdb - The Host (2006)
rottentomatoes - The Host (2006)
wikipedia - The Host (2006)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৭