somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সামহয়ারইন ব্লগে বর্তমানে ভাল লিখছেন কারা?' ফেবু জরিপ ২০১৪ ফলাফল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রস্তাব তোলা হল প্রথমেঃ-

Rashed Khan
সামুর রিসেন্ট টাইমে বেস্ট ১০ জন রাইটারের লিস্ট করতে চাইতাসি। সাজেশনস??

বিঃদ্রঃ- ট্যাগ করসি দেইখা কেউ মাইন্ড খায়েন না।
আর কেউ নিজের নাম কয়েন না :)

আর মতামত আসতে লাগল একে একেঃ


১.S.r. Jony বলেছেন- আমি সামুর রিসেন্ট ব্লগারদের চিনি না, কারন আমি সামি ছেড়ে দিছি। আমারে ট্যাগ দিয়া লাভ নাই

২.ভুল উচ্ছাস বলেছেন - আমি সামুর রিসেন্ট ব্লগারদের চিনি না। অনেকদিন যাই না সামুতে।

৩.Rashed Khan বলেছেন- ভুল উচ্ছাস, S.R.Jony ভাই - এম্নে ফেবারিট কেউ নাই (হামা ভাই বাদে)?

৪.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- ১০জন?

১. সোনালি ডানার চিল
২. অপর্ণা মম্নয়
৩. হাসান মাহবুব
৪. আহমেদ আলাউদ্দিন
৫. অনাহুত
৬. কান্ডারি অথর্ব
৭. এরিস
৮. মামুনুর রশিদ
৯. মাসুম আহমেদ
১০. শফিক আফতাব

এরা বেশিরভাগ ই পুরনো। এখনো নিয়মিত লিখেন, এটা ধরেই দেয়া।
কবিতা পড়ি বেশি, কবিদের প্রাধান্য তাই।

৫. Ikhtamin বলেছেন- জুলিয়ান সিদ্দিকী, মাঈনুল ভাই.. আশরাফুল ইসলাম দূর্জয় কবি...

৬.Ikhtamin বলেছেন- মামুন রশিদ, নোমান নমি,,

৭.Rashed Khan বলেছেন- অপর্ণা মন্ময়, হামা ভাই, এরিস, নোমান নমি, নাজিম ভাই - এদের লিস্টে নিছি। গল্প লিখেন এইরকম আরও নাম দিতে পারেন আশরাফুল ইসলাম দূর্জয়

৮.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- ১১. প্রোফেসর শংকু
১২. স্বপ্নবাজ অভি
১৩. সায়েম মুন
১৪. সকাল রয়
১৫. মুন্সী
১৬. স্বদেশ হাসনাইন
১৭. ৎৎৎ
১৮. প্লিওসিন অথবা গ্লসিয়ার
১৯. কুহক
২০. নীল সাধু

এখানেও বেশির ভাগ কবি। তবে এরা একটু অনিয়মিত ইদানিং। তাই পেছনে দেয়া।

৯.Rashed Khan বলেছেন- মাঈনুল - উনি কি গল্পকার? @Ikhtamin

১০.Shanter Debdut বলেছেন- আমি তো অনিয়মিত তাই তেমন নাম বলতে পারছি না। কয়েক দিন পরে দিলে চলবে ?

১১.Rashed Khan বলেছেন- অনেক গুলা নাম পাইলাম। থ্যাংকস @দুর্জয় ভাই

১২.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- ২১. মাহবুবুল আজাদ
২২. শহিদুল ইসলাম
২৩. খেয়াঘাট
২৪. সুপান্থ সুরাহী
২৫. শাহেদ খান
২৬. সাবরিনা সিরাজী তিতির
২৭. সমুদ্র কন্যা
২৮. এটিএম মোস্তফা কামাল
২৯. সাইফুল ইসলাম সজীব
৩০. রাইসুল নয়ন

১৩.Rashed Khan বলেছেন- চলবে না মানে? দৌড়াবে! Shanter Debdut

১৪.অনাহুত অর্ণব · Friends with ইনকগনিটো and 12 others বলেছেন-
ওই ব্যাটা দূর্জয়, আপনার লিস্টে তিতাস প্রেমিক বাদ গেলো কেন? এই লিস্ট মানি না।

১৫.Rashed Khan বলেছেন- শঙ্কু ভাই, শাহেদ খান, সমুদ্র কন্যা - এদের লেখা পড়ছি। বাকিগুলা আজকে পড়তে হবে!

১৬.Rashed Khan বলেছেন- তিতাস প্রেমিকের নামও আগে শুনি নাই @অনাহুত অর্ণব

১৭.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- ৩১. জুন
৩২. একলা ফড়িং
৩৩. দিকভ্রান্ত পথিক (কবিতা শুধুমাত্র)
৩৪. শাবা
৩৫. লাবনী আক্তার
৩৬. ফারিয়া
৩৭. ভিয়েনাস
৩৮. নুপুরের রিনিঝিনি
৩৯. শাবা
৪০. পোয়েট ট্রি

আগেই বলেছি, আমার ক্রম বন্টন অনেকটা উপস্থিতি বিচার করে।

১৮.S.r. Jony বলেছেন- সবাইকেই ভাল লাগে, কারো কবিতা, কারো গল্প, কারো বা রম্য, আবার কারো কারো সহজ সরল ভাষায় জিবনের ছন্দও ভাল লাগে

১৯.Rashed Khan বলেছেন- ৩১, ৩২, ৩৭, ৩৯, ৪০ এঁর লেখা পড়ছি। @দুর্জয় ভাই

২০.সোহাগ সকাল বলেছেন- ইদানিং সামুতে যাওয়া হয়না।

২১.হাসান মাহবুব বলেছেন- সাজিদ উল হক আবির, ইসতিয়াক অয়ন,বৃতি।

২২.প্রিন্স হেক্টর বলেছেন- অনেকদিন যাই না। বলতে পারছি না

২৩.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- * সোনাবীজ অথবা ধুলোবাছাই
* ফকির ইলিয়াস
* সুলতানা শিরীন সাজি
* এহসানুল ইয়াসিন
* মাহমুদা সোনিয়া

২৪.ভুল উচ্ছাস বলেছেন- দুর্জয় দা, সাজি আপু তো অনেক আগের, প্রাচীন ব্লগার।

২৫. Sky Walker বলেছেন- এই ব্লগার অনেক কম লিখেন, তবে উনার ভ্রমণ কাহিনীগুলো পড়ে দেখতে পারেন http://somewhereinblog.net/blog/BulbulSarwar

২৬.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- * চিহ্নিত রা পুরনো। অনেকে এখনো আসেন। অনেকে একেবারে আসেন না। ভুল উচ্ছাস

২৭.Rashed Khan বলেছেন- লিঙ্কের জন্য থ্যাংকস ভাই @স্কাই ওয়াকার

২৮.তাসনূভা সাখাওয়াত বীথি বলেছেন- ১) তাসনূভা সাখাওয়াত বীথি আর গুলোর কথা বলতে পারবোনা

২৯.Rashed Khan বলেছেন- হাহা আপু শুরুতে বইলা নিসি নিজের নাম কওয়া যাইব না! তাসনূভা সাখাওয়াত বীথি

৩০.Rashed Khan বলেছেন- বৃতি আপু আর ইসতিয়াক ভাইয়ের লেখা ভালা পাই:) @হামা ভাই

৩১.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- * সরলতা
* মেঘ বলেছে যাবো যাবো
* আরিশ ময়ূখ রিশাদ
* জিকসেস
* ডেভিড
* ইনকনিগটো

৩২.অস্পিসাস প্রেইস বলেছেন- * তাসনূভা সাখাওয়াত বীথি

৩৩.Rashed Khan বলেছেন- সোনাবীজ - উনার লেখা পড়সি। এখন কম লিখেন। ব্লগেও খুব একটা দেখি না

৩৪.Rashed Khan বলেছেন- এনাদের লেখাও ভালা পাই। বিশেষ কৈরা নম্রতা আপুর সাইকো কবিতাগুলা (অধিকাংশই মাথার উপরে আয়নস্ফিয়ার দিয়া যায় যদিও :))
ড়ৎশড়
শান্তির দেবদূত
আফরোজা সোমা
আ শী ষ
নম্রতা
কাক ভুষুন্ডি
তুষার আহাসান
অদৃশ্য
মে ঘ দূ ত
গাব্রিয়েল সুমন

৩৫.Himu Neyal বলেছেন- গুড জব ।

৩৬.Rashed Khan বলেছেন- থ্যাংকস ব্রো @himu neyal আপনে দুএকটা নাম দেন?

৩৭.মামুন রশিদ বলেছেন- কিছু নাম এখনো আসে নাই, আসা উচিত ।
মাক্স, কাল্পনিক_ভালোবাসা, শায়মা, আরজুপনি, শুঁটকি মাছ, আজ আমি কোথাও যাব না, মাহমুদ০০৭, আদনান শাহরিয়ার, অপু তানভীর, কুনোব্যাঙ, সকাল রয়, একজন আরমান, সেলিম আনোয়ার, সায়েম মুন, সুমন কর, সাদা মনের মানুষ ।

৩৮.কাল্পনিক ভালবাসা বলেছেন- স্বপ্নবাজ অভি, অনিকেত নন্দিনী, অরুদ্ধ সকাল, পেন আর্নার, ৎঁৎঁৎঁ, সহ আরো বেশ কিছু ব্লগার আছেন যাদের লেখা আমার বেশ ভালো লাগে। এবং আরো বেশি কিছু পছন্দের ব্লগারের নাম ইতিমধ্যে উল্লেখ্য করা হয়েছে

৩৯.Rashed Khan বলেছেন- মাক্স আর আদনান শাহরিয়ারের কথা তো ভুলেই গেসিলাম। মামুন রশিদ

৪০.অস্পিসাস প্রেইস বলেছেন- কাভা ভাইয়ের লেখাও বেশ ভালো লাগে

৪১.Rashed Khan বলেছেন- অনিকেত নন্দিনী বাদে আর সবাইকে চিনসি কাল্পনিক ভালবাসা

৪২.Rashed Khan বলেছেন- উনার ফান পুষ্ট ভালা পাই অস্পিসাস প্রেইস

৪৩.তাসনূভা সাখাওয়াত বীথি বলেছেন- ঘুড্ডির পাইলট কান্ডারি অর্থব

৪৪.Rashed Khan বলেছেন- কাণ্ডারি হঠাৎ হঠাৎ অতিপ্রাকৃত সাইজের গল্প লেখেন ওইটাই পইড়া মজা লাগে

৪৫.তাসনূভা সাখাওয়াত বীথি বলেছেন- ইমরাজ কবির মুন

৪৬.তাসনূভা সাখাওয়াত বীথি বলেছেন- Ikhtamin আরজু পনি শায়মা শায়মা স্বপ্নবাজ অভি

৪৭.অস্পিসাস প্রেইস বলেছেন- ওহ! মুন এর নাম মিস গেলো কিভাবে। দ্যা ফিচার স্পেশালিস্ট। পাশাপাশি বশর সিদ্দিকিও দারুণ লিখেন ব্লগে।

৪৮.Rashed Khan বলেছেন- হুম, আর নতুন একজন জোবায়েদ-অর-রশিদ ভাল লিখছেন

৪৯.Rashed Khan বলেছেন- সুমন কর- চমৎকার আলোচনা করতে পারেন

৫০.তাসনূভা সাখাওয়াত বীথি বলেছেন- @না পারভিন

৫১.Rashed Khan বলেছেন- ডাক্তার ব্লগার আপা!!!!

৫২.Rashed Khan বলেছেন- লেজকাটা বান্দর জটিল লেখতেন, এখন আর লেখেন না মেবি

৫৩.Rashed Khan বলেছেন- রোকসানা লেইস

৫৪.Rashed Khan বলেছেন- ইসহাক খানের কথা এখনো কেউ বলেন নাই??

৫৫.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- বৃ তি
শাপলা নেফারতিতি
আদনান শাহরিয়ার
তাসনূভা সাখাওয়াত বীথি
কাল্পনিক ভালোবাসা
আদনান শাহরিয়ার
ব্লগার বটবৃক্ষ

এই নামগুলো যোগ হবে।

৫৬.Himu Neyal বলেছেন- http://somewhereinblog.net/blog/bonolotasen21

৫৭.Rashed Khan বলেছেন- থ্যাংকস ভাই, অন্যরাও নামগুলা সাজেস্ট করেছেন।

৫৮.Rashed Khan বলেছেন- আজ আমি কোথাও যাব না, মৌমিতা আহমেদ মৌ, রাজিব নূর

৫৯.ব্লগার বটবৃক্ষ · Friends with ইনকগনিটো and 14 others বলেছেন-
কাভা জাদিদ ভাই আর দুর্জয় ভাইয়ার কমেন্টে যে নাম গুলো আসছে, আমিও তাদের সাথে সহমত , খালি আশরাফুল ইসলাম দূর্জয়ভাইয়এর লিস্ট থেকে আমার নামটা বাদ পড়বে!

৬০.Rashed Khan বলেছেন- হাহাহা, বিনয়! বিনয়! যাই হোক, আপু দুএকটা নাম দিয়া যান।

৬১.Sky Walker বলেছেন- আরেকজন কবির নাম দিয়ে যাই। যদিও তার নামে পোষ্ট ফ্লাডিং এর অভিযোগ আছে। তবুও কিছু কবিতা পড়ে দেখতে পারেন।

৬২.Rashed Khan বলেছেন- হু, ইনি ভাল লেখেন, কিন্তু প্রব্লেম হইতাসে বেশি লেখেন। দুই তিন নিকে একেবারে ধুমায়া লেখেন

৬৩.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- Sky Walker উনার নাম প্রথমেই দিছিলাম, শফিক আফতাব। উনার কবিতা খুবই ভালো।

৬৪.Sky Walker বলেছেন- টপ টেনেই তো দেখি শফিক আফতাবের নাম দিছেন। খেয়ালই করিনাই আমারো উনার কবিতা পছন্দ হয় কিন্তু বেচারা পোষ্ট ফ্লাডিং আর মাঝে মাঝে পাগলামির জন্য ইমেজ সংকটতে ভুগতেছে। দূর্জয় ভাই

৬৫.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- উনি সামুর শক্তিশালী কবি, সমসাময়িক কবিতায়ও।

৬৬.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- ওহ হো। আরো অনেক নাম আছে।
রহস্যময়ী কন্যা
শাবা
টুম্পা মনি
টুকিঝা
আদৃতা

৬৭.নাজিম উদ দৌলা বলেছেন- অনাহুত, টেস্টিং সল্ট, প্লিওসিন অথবা গ্লসিয়ার, সপ্নবাজ বাউন্ডুলে, রেজওয়ান মাহবুব তানিম, বোকামন

৬৮.জুলিয়ান সিদ্দিকী বলেছেন- কবি লেখকগো মতিগতির ঠিক নাই। লিস্ট করা পণ্ডশ্রম তাই।

৬৯.শিপু ভাই বলেছেন- আমি লেখার চেয়ে মানুষ বিচার করি । তাই আমার তালিকা অন্যদের সাথে প্রায় মিলবে না ।

৭০.চিরতার রস বলেছেন- কাজটা করা কঠিন হবে। এক এক জন ব্লগার এক এক টাইপ লেখা লেখেন। আমার পছন্দের তালিকা অনেক বড়।

৭১.ৎঁৎঁৎঁ খন্ড চন্দ্র বলেছেন- প্রোফেসর শঙ্কু, আদনান শাহরিয়ার, হাসান মাহবুব, অপর্না মম্ময়, এরিস, মাহমুদ০০৭, আশরাফুল ইসলাম দূর্জয়, সবপ্নবাজ অভি, সোনালী ডানার চিল, পরিবেশ বন্ধু, শফিক আফতাব, কান্ডারী অথর্ব, কাল্পনিক_ভালোবাসা, জুলিয়ান সিদ্দিকী, বৃতি, ইসহাক খান, মাক্স, সায়েম মুন, সুপান্থ সুরাহী, শাহেদ খান, মাসুম আহমেদ, নাজিম উদ দৌলা! - কারও নামের বানান ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রিয় আরো অনেকেই আছে, মাথায় আসছে না এখন, মনে পড়লে বলে যাব।

৭২.Tumpa Moni বলেছেন- কেউ আমার নাম বলল না। আমি সুইসাইড খাব।

৭৩.তাসনূভা সাখাওয়াত বীথি বলেছেন- সুলতানা শিরীন সাজি
সুরঞ্জনা
রেজোওয়ানা
আরজুপনি
শায়মা
মাহমুদা সোনিয়া
জুন
সাবরিনা সিরাজী তিতির
সমুদ্র কন্যা
এরিস
টুম্পামনি
বৃতি
বটবৃক্ষ
মনিরা সুলতানা
না পারভিন
এক টুকরো মেঘ
মীম নিপুন
মার্জিয়া মিথিলা
আমি ইহতিব
অপর্না মম্ময়
শিশু বিড়াল
বুদ্ধিমতি বিল্লি
আজ আমি কোথাও যাবো না ।

৭৪.Tumpa Moni বলেছেন- এই তো বীথিটা আমার কথা বলেছে। লাভ ইউ বীথি আপু।

৭৫.একজন আরমান বলেছেন- কি হচ্ছে এখানে? খালি নোটিফিকেশন আসে কেনু?

৭৬.Tumpa Moni বলেছেন- হু ভালো করছ। তোমার লিস্ট চমৎকার হইসে। তবে শেষে তুমিও একটা ছেলে রাখতে পারতা।

৭৭.তাসনূভা সাখাওয়াত বীথি বলেছেন- ;)

৭৮.একজন আরমান বলেছেন- এখানে কি ব্লগারদের তালিকা প্রস্তুত হচ্ছে?

৭৯.Tumpa Moni বলেছেন- একজন আরমান এখানে আলুচনা হচ্ছে। গাম্ভীর্য বজায় রাখুন পিলিছ।

৮০.একজন আরমান বলেছেন- ওহ চরি। আপনার নাকি বই বের হইছে। তা আমারে গিফোট করবেন না?

৮১.Tumpa Moni বলেছেন- গিফট আমাকে করেন পিলিছ। আমার নিজের কাছে এক কপিও নাই।

৮২.Tumpa Moni বলেছেন- আর আপনার বিয়েতেও আমাকে দাওয়াত দেননি। আমি বই দিমু কিল্লাই?

৮৩.Sky Walker বলেছেন- এইটা কি কোঠা ভিত্তিক তালিকা নাকি যাক কোঠা প্রথার কল্যাণে যদি কারো সুইসাইড খাওয়া বন্ধ হয় তাহলে কোঠা প্রথাই ভালো @তাসনুভা সাখাওয়াত বীথি

৮৪.একজন আরমান বলেছেন- আহারে। আমার কাছেও নাই।

বাই দা ওয়ে গভীর আলুচুনায় বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত। নোটিফিকেশন এর জ্বালায় বিরক্ত হয়ে গেছিলাম।

আর বিয়া তো পালায়া করছি জানেন না? Tumpa Moni

৮৫.একজন আরমান বলেছেন- সিন্ডিকেটিং তালিকাও হইতে পারে Sky Walker

৮৬.Tumpa Moni বলেছেন- তাসনূভা সাখাওয়াত বীথি আপু-লিস্টের শেষে কুনো ব্যাঙ আর এই আরমানরে এড করে দাও।

৮৭.একজন আরমান বলেছেন- আমরা দুইজন সবার অন্তরে থাকি, বাহিরে প্রকাশ করার কিছু নাই। Tumpa Moni

৮৮.Tumpa Moni বলেছেন- একজন আরমান পালায়া করসেন তো কি হইসে? আমরা দেইখা শিখতাম। বলা যায় না ভবিষ্যতে এই স্ট্রাটিজি আমাদেরও কাজে লাগতে পারে।

৮৯.একজন আরমান বলেছেন- তা দেখলেন তো। এই বিয়েতে দাওয়াত খরচ নেই।

আর হ্যাঁ কেউ শেখে দেখে আর কেউ শেখে ঠেকে !

৯০.Sky Walker বলেছেন- কুনু সমস্যা নাই, কিচ্ছু শিখতে হইবোনা। আমাদের Magur ভাই তার "রাইড ফর ব্রাইড" নিয়ে সরাসরি হাজির হবে আপনাদের বিয়ের আয়োজন করতে। আপ্নের দায়িত্ব শুধু কবুল বলা। Tumpa Moni

৯১.একজন আরমান বলেছেন- শুধু তিনবার কবুল বলে এইটা সাইন করে দিবেন ব্যাস। তার আগে শুধু হাতের লেখাটা সুন্দর করুন। একদম কালপুরুষ ফন্ট !

৯২.Sky Walker বলেছেন- আর হইলো, আমরা কোঠা ভিত্তিক তালিকায় নিজেদের নাম উঠাই না
চিরতার রস ক্যাচাল পোস্ট নোটি অফ করুম কেম্নে মমিন?

৯৩.Selim Anwar · Friends with একজন আরমান and 47 others বলেছেন-
কবে যে লিস্ট এ নাম ঢুকবে গড নোস। আপাতত কোন সম্ভাবনা দেখছি না ।চোখে শুধু সরষেফুল দেখি

৯৪.Rashed Khan বলেছেন- হাহা কূল ম্যান কুল সবাই গাম্ভীর্য বজায় রাখছেন তো?? আলোচনা চলুক, আমি বইমেলা দিয়া ঘুইরা আসি। হা_মা ভাই আর শাহাদুজ্জামানের বই কিনা দরকার।

৯৫.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- Tumpa Moni আপনার নাম কিন্তু ডাক্তারের আগে আমি বলছি

৯৬.Rashed Khan বলেছেন- selim vai apner nam asche to!

৯৭.আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- আমি তো দিব্য চোখে আপনার নাম উপরে দেখলাম। Selim Anwar

৯৮.অস্পিসাস প্রেইস বলেছেন- এখন পর্যন্ত আসা ব্লগারদের নামগুলোঃ
১. সোনালি ডানার চিল
২. অপর্ণা মম্নয়
৩. হাসান মাহবুব
৪. আহমেদ আলাউদ্দিন
৫. অনাহুত
৬. কান্ডারি অথর্ব
৭. এরিস
৮. মামুনুর রশিদ
৯. মাসুম আহমেদ
১০. শফিক আফতাব
১১.জুলিয়ান সিদ্দিকী
১২.আশরাফুল ইসলাম দূর্জয়
১৩.মামুন রশিদ
১৪.নোমান নমি
১৫. প্রোফেসর শংকু
১৬. শান্তির দেবদূত
১৭. ৎৎৎ
১৮. প্লিওসিন অথবা গ্লসিয়ার
১৯. কুহক
২০. নীল সাধু
১৬.স্বপ্নবাজ অভি
১৭.সায়েম মুন
১৮.সকাল রয়
১৯.মুন্সী
২০.স্বদেশ হাসনাইন
২১. মাহবুবুল আজাদ
২২. শহিদুল ইসলাম
২৩. খেয়াঘাট
২৪. সুপান্থ সুরাহী
২৫. শাহেদ খান
২৬. সাবরিনা সিরাজী তিতির
২৭. সমুদ্র কন্যা
২৮. এটিএম মোস্তফা কামাল
২৯. সাইফুল ইসলাম সজীব
৩০. রাইসুল নয়ন
৩১. জুন
৩২. একলা ফড়িং
৩৩. দিকভ্রান্ত পথিক (কবিতা শুধুমাত্র)
৩৪. শাবা
৩৫. লাবনী আক্তার
৩৬. ফারিয়া
৩৭. ভিয়েনাস
৩৮. নুপুরের রিনিঝিনি
৩৯. শাবা
৪০. পোয়েট ট্রি
৪১.ড়ৎশড়
৪২.আফরোজা সোমা
৪৩.আ শী ষ
৪৪.নম্রতা
৪৫.কাক ভুষুন্ডি
৪৬.তুষার আহাসান
৪৭.অদৃশ্য
৪৮.মে ঘ দূ ত
৪৯.গাব্রিয়েল সুমন
৫০.মাক্স
৫১.কাল্পনিক_ভালোবাসা
৫২.শায়মা
৫৩.আরজুপনি
৫৪.শুঁটকি মাছ
৫৫.আজ আমি কোথাও যাব না
৫৬.মাহমুদ০০৭
৫৭. আদনান শাহরিয়ার
৫৮.অপু তানভীর
৫৯.কুনোব্যাঙ
৬০.সকাল রয়
৬১.সেলিম আনোয়ার
৬২.সায়েম মুন
৬৩. সুমন কর
৬৪.সাদা মনের মানুষ
৬৫.পেন আর্নার
৬৬.ঘুড্ডির পাইলট
৬৭.ইমরাজ কবির মুন
৬৮.বশর সিদ্দিকি
৬৯.জোবায়েদ-অর-রশিদ
৭০.না পারভিন
৭১.লেজকাটা বান্দর
৭২.রোকসানা লেইস
৭৩.ইসহাক খান
৭৪.বৃ তি
৭৫.শাপলা নেফারতিতি
৭৬.ব্লগার বটবৃক্ষ
৭৭.আজ আমি কোথাও যাব না
৭৮.মৌমিতা আহমেদ মৌ
৭৯.রাজিব নূর
৮০.গেন্দু মিয়া
৮১.রহস্যময়ী কন্যা
৮২.শাবা
৮৩.টুম্পা মনি
৮৪.টুকিঝা
৮৫.আদৃতা
৮৬.অনাহুত
৮৭.টেস্টিং সল্ট (Farhin Sohan Kabir Lita)
৮৮.সপ্নবাজ বাউন্ডুলে
৮৯.রেজওয়ান মাহবুব তানিম
৯০.বোকামন
৯১.সুলতানা শিরীন সাজি
৯২.সুরঞ্জনা
৯৩.রেজোওয়ানা
৯৪.আরজুপনি
৯৫.মাহমুদা সোনিয়া
৯৬.এরিস
৯৭.মনিরা সুলতানা
৯৮.এক টুকরো মেঘ
৯৯.মীম নিপুন (মায়াবতী নীলকন্ঠি)
১০০.মার্জিয়া মিথিলা ( নৈঋত)
১০১.আমি ইহতিব
১০২.শিশু বিড়াল
১০৩.বুদ্ধিমতি বিল্লি
১০৪.একজন আরমান
১০৫. Sky Walker
১০৬. কবি মাঈনুল ভাই
১০৭.নাজিম উদ দৌলা

৯৯.নাজিম উদ দৌলা বলেছেন- অস্পিসাস প্রেইস... একশ ছয় জনের নামের তালিকার মধ্যে আমি নাই! প্রথম দশে আসার যোগ্যতা হয়ত আমার নাই, কিন্তু প্রথম ১০৬ জনের বাইরে থাকলাম! নাহ! পুরাই হতাশ হলাম! কি ব্লগিং করলাম আর কি লিখলাম জীবনে!

১০০.ৎঁৎঁৎঁ খন্ড চন্দ্র বলেছেন- হেই নাজিম, এইগুলা হইতেসে ননসেন্স রাইমের মত এক অর্থহীন খেলা, কোনো অর্থ নাই, এটা কিছুই মিন করে না, উপরের ১০৫(এরিস দুইবার আছে) জনের বাইরেই অনেকে কত ভাল লিখছে! সেইটা পোস্ট ঘুরলেই বোঝা যায়! লিস্টিতে থাইকা কাম কী, মনে থাকলেই চলবো, আপনি কিন্তু শর্ট লিস্টে কয়েকজনের পছন্দে আছেন, এইখানে অলিম্পাসের লিস্টে নাম তুলতে মিস্টেক হইসে!

১০১.ৎঁৎঁৎঁ খন্ড চন্দ্র বলেছেন- আর রাশেদ ভাই, বেস্ট রাইটারের তালিকা না বলে যদি পছন্দের লেখকের তালিকা কইতেন, একটু সুন্দর দেখাত, কারণ মানুষ শুধু তার পছন্দ জানাতে পারে, কে সেরা তা জানাতে পারে কি? , আমার তো এখানে যতজনের নাম এসেছে সবাইকেই সেরা মনে হয়, কোন না কোনো দিকে সবাই সেরা! আমরা সবাই রাজা!

১০২.Farhin Sohan Kabir Lita · 6 mutual friends বলেছেন-
৮৭ নাম্বারে দেখি আমি
৯৯ এর ব্লগ নিক - মায়াবতী নীলকন্ঠি,
১০০ এর ব্লগ নিক - নৈঋত।

১০৩.অস্পিসাস প্রেইস বলেছেন- #নাজিম উদ দৌলা দিয়েছি

১০৪.Farhin Sohan Kabir Lita · 6 mutual friends বলেছেন-
সাম্প্রতিক ভাল লেখা ব্লগার হচ্ছেন -
টেস্টিং সল্ট, এরিস, টেস্টিং সল্ট, মায়াবতী নীলকন্ঠি, টেস্টিং সল্ট, নৈঋত, টেস্টিং সল্ট, নাজিমউদদৌলা এবং টেস্টিং সল্ট

১০৫.অস্পিসাস প্রেইস বলেছেন- #Farhin Sohan Kabir Lita এডিটেড।

১০৬.Farhin Sohan Kabir Lita · 6 mutual friends বলেছেন-
Marzia Mithila

১০৭.ৎঁৎঁৎঁ খন্ড চন্দ্র বলেছেন- হয় নাই, সেরা দশ হইতেসে- ৎঁ,ৎঁৎঁ,ৎঁৎঁৎঁৎঁ,ৎঁৎঁৎঁৎঁৎঁ, ...:),ৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁ, , উল্লেখ্য, শর্ত মোতাবেক নিজের নাম উল্লেখ করি নাই!

১০৮.শিপু ভাই বলেছেন- TAG ta muche den. noti ase bar bar.

১০৯..আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন- 7,96 = এরিস
5, 86 = অর্ণব

১১০.Rashed Khan বলেছেন- ঠিক বলছেন ভাই:) @ৎঁৎঁৎঁ খন্ড চন্দ্র

১১১.Rashed Khan বলেছেন- পুষ্টের নটি বারবার বিভিন্নজনের কাছে যাওয়ায়, এবং অনেকের অনুরোধে সকল ভাইজান এবং বইঞ্জানের ট্যাগ মুছিয়া দেওয়া হইল। অনির্দিষ্টকালের জন্য অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হইতেছে। সবাইকে অংশগ্রহণের জইন্য ভালবাসা। জয় ফেবু, জয় সামু, জয় বাংলাদেশ। থার্ড আম্পায়ার মুর্দাবাদ

এই হল ছিন্নবিচ্ছিন্ন জরিপের ফলাফল। আপনার মতামত জানিয়ে জরিপটি সমৃদ্ধ করবার আবেদন জানালাম। ধন্যবাদ।
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

ঝিনুক ফোটা সাগর বেলায় কারো হাত না ধরে (ছবি ব্লগ)

লিখেছেন জুন, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:০৯

ঐ নীল নীলান্তে দূর দুরান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। ১৯২৯ সালে রবার্ট মোস নামে এক ব্যাক্তি লং আইল্যান্ড এর বিস্তীর্ণ সমুদ্র... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×