somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নানা দেশের ফুটবল কৌশল : ইতালি

৩০ শে মে, ২০১০ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের পর্বে ইতালি

ইতালির মত সমৃদ্ধ দেশ পৃথিবীতে খুব কমই আছে। ইতিহাসের লতা-পাতা, ফুল-ফল, ছাল-বাকল, ডাল-পালার সব জায়গায় ইতালির নাম খুঁজে পাবেন। :P

এদের ফুটবলের ইতিহাস ও পুরনো।
পারলে তো এরা রোমান রাজাদের সামনেই খেলা শুরু করে! যদিও সেটা আধুনিক ফুটবলের আদলে নয়। সে সব খেলায় দু-একজনের আবার ইহলোকের মায়া ত্যাগ করা ছিল সাধারণ ব্যাপার। :-*

যাই হোক পরবর্তীতে সেটা একটু সভ্য হয় মধ্যযুগে এসে। তখনও তেমন কোন নিয়ম-কানুন ছিল না।

ভেবে দেখুন একটা কথা,
হলুদ আর লাল কার্ডের প্রচলন ১৯৭০ সালের বিশ্বকাপে (৪০ বছর আগে)। এরপর এখনও কিন্তু ফুটবল একটা ঝুঁকির খেলা!
তাহলে সেটা মধ্যযুগে কেমন ছিলো!!!!!??? :-/

তথাকথিত ভদ্রলোকের দেশ ইংল্যান্ডে ফুটবল যাওয়ার পর হাত-পা ভাঙ্গার পরিমাণ একটু একটু কমতে লাগলো।

১৮৮৬-৮৭ সালের দিকে এক ইতালিয়ান ভদ্রলোক এই খেলা ইংল্যান্ড থেকে নিজের দেশের আমদানি করেন। তারপর যেন ব্যাঙের ছাতার মত ক্লাব গড়ে উঠে!

ইতালির বিপক্ষে একটা কথা অনেক বেশি শোনা যায়। তারা রক্ষণাত্নক মনোভাবের ফুটবল খেলে। কথাটা যে পুরোপুরি ঠিক নয়, সেটা আশা করি এই পোস্টের পর বুঝতে পারবেন।

ইতালি'র খেলার একটা কৌশলের নাম কাতানাচ্চিও/ক্যাতানাচ্চিও/কাত্তানাচ্চিও।

কি কৌশল এটা? এমন বিদঘুটে মানের কারনই বা কি!
নামের মানে শুনলেই বুঝতে পারবেন এটা কি।
এর মানে হল, বন্ধ দরজা।

বন্ধ দরজা দিয়ে যেমন যাওয়া যায়না , তেমনি এই কৌশল অবলম্বনকারীদের রক্ষণ ভেঙ্গে গোল দেওয়া প্রায় অসম্ভব।

ইতালির ক্লাব পর্যায়ে প্রাথমিক ভাবে এই কৌশলের যাত্রা শুরু। পরবর্তীতে আরো প্রায় ৩০ বছর পর সেটা জাতীয় দলে প্রয়োগ শুরু করা হয়।

কৌশলটি কি?

আগেই বলেছিলাম প্রাথমিক অবস্থার ফরমেশনে ছিল ৬-৭ জন স্ট্রাইকার। ফলে ফরমেশনটি দাঁড়ায়, ১-২-৭, অথবা, ২-২-৬।

সেটা একসময় ২-৩-৫, ২-৪-৪ এ এসে স্থির হয়।


কাতানাচ্চিও'র সত্যিকার ফরমেশন হলো ১-৪-৪-১, অথবা, ১-৪-৩-২, ১-৩-৩-৩

এখানে কিন্তু ২য় সংখ্যাটি হলো ডিফেন্ডার।
(আধুনিক ফরমেশনে ১ম সংখ্যাটি ডিফেন্ডার। যেমন ৪-৪-২ )

তাহলে ফরমেশনের প্রথমে কোন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন??
তিনি একজন ঝাঁড়ুদার :P । যার কাজ হলো ডিফেন্ডাররা যদি কোন বল আটকাতে না পারেন সেটা কে সামলানো।

অনেক সময় প্রতিপক্ষের বিপজ্জনক কোন স্ট্রাইকারকে আটকানোর জন্য তার কাধেঁ দায়িত্ব পড়তো।
গোলকিপারের কিছুটা সামনে তিনি থাকতেন।

স্ট্রাইকার একজন কমে গেল সম সাময়িক অন্যদের তুলনায়?

সব ঐ প্লেয়ারের দোষ! যে কিনা গোলকিপারের নাকের ডগায় দাঁড়িয়ে থাকে! সুতরাং কাউন্টার অ্যাটাকের দায়িত্ব কিছুটা তার উপর এসে পড়ে।

[ এই পজিশনকে নতুন একটি মাত্রা দেন কিন্তু একজন জার্মান। তাঁর নাম কি অনুমান করতে পারছেন?
তিনি সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলার। জীবন্ত কিংবদন্তী। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি সফল একজন মানুষ।
ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার! ]

যাই হোক, ইতালির এই ফরমেশন তাদের দিয়ে গেছে একের পর এক বিশ্বসেরা ডিফেন্ডার।


অবশ্য কাতানাচ্চিও কে বলতে গেলে একরকম আপমানই করে টোটাল ফুটবল। কাতানাচ্চিও হল যেখানে মাটি কামড়ে পড়ে থাকা, সেখানে টোটাল ফুটবল হলো একে অন্যের সাথে পজিশন পরিবর্তন করা।

ইতালির জাতীয় দল এখন আর পুরনো কাতানাচ্চিও একদমই ব্যবহার করেনা! যদিও কোচ হিসেবে সিজার মালদিনি আর ত্রাপাত্তোনি সেটা ব্যবহার করার চেষ্টা করে চরম ভাবে ব্যর্থ হয়েছেন।

কাতানাচ্চিও মুখ থুবড়ে পড়ার কারণ হলো টোটাল ফুটবল, প্রবল সমালোচনা, আর মাঝমাঠ দখল করতে গিয়ে ফরমেশন পরিবর্তন।

ডিফেন্সিভ খেলা মানেই কিন্তু কাতানাচ্চিও নয়। কাতানাচ্চিও হলো ডিফেন্সিভ খেলার একটা কৌশল মাত্র।
আন্ডারডগ অনেক দল বরং এখন কাতানাচ্চিও'র আশ্রয় নেয় মাঝে মাঝে ( ইউরো ২০০৪ এ গ্রীস)।




২০০৬ এ ইতালি চ্যাম্পিয়ন। এখানেই কথা শেষ নয়।

এ আসরে ইতালির গোল সংখ্যা কত জানেন? ১২।
সর্বোচ্চ গোলদাতা দেশ জার্মানি - ১৪।

গোলের জন্য শট (অন টার্গেট)
ইতালি - ৫৩
জার্মানি- ৫৫
পর্তুগাল -৫৬

অফসাইড কাদের বেশি? ইতালি (কাউন্টার অ্যাটাকের একটা দূর্বল দিক )

কর্নার কাদের বেশি? ইতালি।
ফাউলের শিকার কারা বেশি? ইতালি। (কয়টা অভিনয় ছিল কে জানে!)

এত কিছুর পরেও কেন এখনো ইতালিকে রক্ষণাত্বক দল বলা হয়?

কারণ, সিরি 'এ' তে এখনো অনেক দল ভয়াবহ রক্ষণাত্বক!

ড্র করতে পারলে তারা যত খুশি হয়, জিতলেও তত খুশি হয়না!
(ইংলিশ লীগে চ্যাম্পিয়ন চেলসির গোল ব্যবধান ৭১। লা লীগায় বার্সার ৭৪। সিরি এ তে ইন্টার এর ৪১!!!)

জাতীয় লীগের এই দূর্নাম জাতীয় দলের বয়ে বেড়াতে হয়। পাওলো রসি, ব্যাজ্জিও, ট্টট্টি, দেল পিয়েরো, ইনজাগি, ভিয়েরি এর মত সেরা সব স্ট্রাইকাররা পারেনি এই দূর্নাম ঘোচাতে।


মার্সেলো লিপ্পি কিছুদিন আগে একটা দারুণ কথা বলেছেন।
"১৯৯৪ এর বিশ্বকাপে ফাইনালের ট্রাইবেকারে যদি ইতালি জয়লাভ করতো, তাহলে এখন ইতালি হতো ৫ বার চ্যাম্পিয়ন, আর ব্রাজিল ৪ বার"


পেনাল্টি আদায় করে গোল করা, বেশি ফাউল করা, ড্র করে সন্তুষ্ট থাকা, বিরক্তিকর খেলা, এ রকম আরো যতো অপবাদই আপনি দেন কেন, এবারের ইতালির ফুটবল দলের লোগোতে কয়টা তারা নিয়ে তাঁরা যাবেন সেটা নিশ্চয় জানেন?


উত্তর: চারটি


নানা দেশের ফুটবল কৌশল : আর্জেন্টিনা

নানা দেশের ফুটবল কৌশল : ব্রাজিল
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ রাত ১২:৩৮
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

---অভিনন্দন চট্টগ্রামের বাবর আলী পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী---

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫৫





পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।

রোববার বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য... ...বাকিটুকু পড়ুন

সকাতরে ঐ কাঁদিছে সকলে

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২৯

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।

কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।

যা-কিছু পায় হারায়ে যায়,... ...বাকিটুকু পড়ুন

বসন্ত বিলাসিতা! ফুল বিলাসিতা! ঘ্রাণ বিলাসিতা!

লিখেছেন নাজনীন১, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৯


যদিও আমাদের দেশে বসন্ত এর বর্ণ হলুদ! হলুদ গাঁদা দেখেই পহেলা ফাল্গুন পালন করা হয়।

কিন্তু প্রকৃতিতে বসন্ত আসে আরো পরে! রাধাচূড়া, কৃষ্ণচূড়া এদের হাত ধরে রক্তিম বসন্ত এই বাংলার!

ঠান্ডার দেশগুলো... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সমাধান দিন

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩১




সকালে কন্যা বলল তার কলিগরা ছবি দিচ্ছে রিকশাবিহীন রাস্তায় শিশু আর গার্জেনরা পায়ে হেটে যাচ্ছে । একটু বাদেই আবাসিক মোড় থেকে মিছিলের আওয়াজ । আজ রিকশাযাত্রীদের বেশ দুর্ভোগ পোয়াতে... ...বাকিটুকু পড়ুন

যে গরু দুধ দেয় সেই গরু লাথি মারলেও ভাল।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২০ শে মে, ২০২৪ রাত ১২:১৮


০,০,০,২,৩,৫,১৬, ৭,৮,৮,০,৩,৭,৮ কি ভাবছেন? এগুলো কিসের সংখ্যা জানেন কি? দু:খজনক হলেও সত্য যে, এগুলো আজকে ব্লগে আসা প্রথম পাতার ১৪ টি পোস্টের মন্তব্য। ৮,২৭,৯,১২,২২,৪০,৭১,৭১,১২১,৬৭,৯৪,১৯,৬৮, ৯৫,৯৯ এগুলো বিগত ২৪ ঘণ্টায়... ...বাকিটুকু পড়ুন

×