অনেক দিন যাবত ইন্টারনেটের রঙিন ভূবনে বিচরন করলেও মনের মত একটা ব্লগের সন্ধান পেলাম এইমাত্র গতকাল । সেটা যে somewhere in blog সেটা কি আর বলার প্রয়োজন আছে? প্রথম দিন গেলো উত্তেজনায় আর ছোট বড় বসদের না না রসের ব্লগ পড়ে। আজকে সারাদিন না না ব্যস্ততায় কম্পিউটারে বসাই হয়নি। একেবারে সেহরি খেয়ে এখন বসলাম।
যদ্দুর মনে পড়ে সাইটটা আমি বুকমার্ক করে রেখেছিলাম।কিন্তু আজকে খুজতে গিয়ে দেখি নেই। আমারতো মাথা চক্কর... হায়হায় তাহলে? আমার কি আর ব্লগ লেখা হবেনা!!!? পুরো কম্পিউটার আতিপাতি করে খুজেও পেলামনা তো না ই...। মাথা গরম হলে যা হয় আর কি? আপনি নিশ্চই এতক্ষনে বলছেন রে ছাগল Google সার্চ দিলেই তো হয়। হয় যে সেটা তো আমিও জানি নইলে ব্লগটা লিখলাম কী করে? তবে মাথা ঠান্ডা থাকতে হয়।
আমার আবার অল্পতেই মাথা গরম হয়ে যায়। যদি একটু সলিউশন দিতেন কীভাবে মাথা ঠান্ডা রাখা যায়, যখন প্রয়োজনীয় জিনিসটা খুজে না পাওয়া যায়.....
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




