somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবুন্টু ৬.০৬ ড্যাপার ড্রেক ইনস্টলেশন গাইড

০২ রা অক্টোবর, ২০০৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে বলে নেই কেন এই লেখা । আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের অনেকেই উইন্ডোজ ব্যবহার করেন । উইন্ডোজ ব্যবহার করেছেন অথচ ভাইরাসের শিকার হননি এমন ঘটনা খুব কমই আছে । আপনারা অনেকেই লিনাক্স ও.এস সম্পর্কে জেনে থাকবেন । এটি সবচেয়ে সিকিউর অপারেটিং সিস্টেম । উইন্ডোজের জন্য তৈরী ভাইরাসগুলো লিনাক্সে কার্যকর নয় । এক কথায় ভাইরাস থেকে মুক্ত আপনি যদি আপনি লিনাক্স ব্যবহার করেন । তবে কেন নয় লিনাক্স । বর্তমানে লিনাক্স এত সহজ হয়ে গিয়েছে যে আপনি উইন্ডোজ ইন্সটল করতে পারলে লিনাক্স ও ইন্সটল ব্যবহার করতে পারবেন । এখন আমি যেই লিনাক্স ও.এস এর কথা বলব তার নাম উবুন্টু লিনাক্স । মাত্র ছয়টি ধাপেই এটি ইনস্টল করতে পারেন । আর এটি একটি লাইভ সিডি তাই হার্ডডিস্কে বা সিস্টেমে না ইনস্টল করেও এটি ব্যবহার করতে পারবেন । ব্যবহার করার পর আপনিই সীদ্ধান্ত নেবেন যে কোনটি আপনার পছন্দের ও.এস উইন্ডোজ নাকি লিনাক্স । আর সমস্যায় পড়লে ডার্কলর্ড আর !@@!73875 তো আছেই ।

বর্তমানে লিনাক্সের যত গুলো ডিস্ট্রিবিউশন আছে তার মধ্যে উবুন্টু লিনাক্স একটি জনপ্রিয় ডিস্ট্রিবিউশন । কারন হচ্ছে এটি খুবই ইউজার ফ্রেন্ডলি । সাধারন ইউজারদের কথা ভেবেই এটি প্রস্তুত করা হয়েছে । উবুন্টুর স্রষ্ঠা হচ্ছেন Mark Shuttleworth যিনি আফ্রিকার প্রথম মহাকাশ নভোচারী । Shuttleworth তার প্রতিষ্ঠান ক্যানোনিক্যাল এর সহযোগীতায় একটি উন্নতমানের ডেক্সটপ পরিবেশ তৈরীর কাজে এগিয়ে আসেন । যার ফল স্বরূপ এই উবুন্টু লিনাক্স । উবুন্টু হচ্ছে লাইভ সিডি অর্থাৎ এটি হার্ডডিস্কে ইনস্টল না করেও ব্যবহার হরা যাবে ।

উবুন্টুর সাম্প্রতিক সংস্করন হচ্ছ Ubuntu 6.06 LTS (Dapper Drake) । এই LTS এর অর্থ হচ্ছে (Long Term Support) অর্থাৎ এর রিলিজের সময়ের পর হতে সার্ভার সংস্করনে ৫ বছর সিকিউরিটি আপডেট সাপোর্ট এবং ডেক্সটপ সংস্করনে ৩ বছর পাওয়া যাবে । উবুন্টুতে আপনাকে বার বার হার্ডডিস্ক ড্রাইভ মাউন্ট করতে হবেনা লগইন এর পর আপনি আপনার ড্রাইভ গুলোকে ডেক্সটপে দেখতে পাবেন । আপনি যদি লিনাক্সের নতুন ব্যবহারকারী হন তবে উবুন্টু লিনাক্স হতে পারে আপনার প্রথম পছন্দ ।

এবার আসি মূল আলোচনায় । প্রথমে উবুন্টুর সিডি ইমেজ ডাউনলোড করুন http://www.ubuntu.com/download এখান থেকে । আপনি অভিজ্ঞ ব্যবহারকারী না হয়ে থাকলে বা সার্ভার সিডির প্রয়োজন না হলে উবুন্টু ডেক্সটপ সিডিটি ডাউনলোড করুন । এবার প্রয়োজন মত উবুন্টুর iso ডিস্ক ইমেজ ডাউনলোড করুন । .iso এক্সটেনশন যুক্ত ইমেজ টি সিডি রাইটিং সফটওয়্যারের সাহায্যে বার্ন করতে হবে । আপনি যে সিডি রাইটিং এ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাতে দেখুন সিডি ইমেজ ব iso ইমেজ বার্ন করার কোন অপশন আছে কিনা । নিরোবার্ন এর ক্ষেত্রে তা হবে "Burn Image to Disk" অপশন টি খুঁজে দেখুন (Backup) সেকশনে পেতে পারেন । অর্থাত মূল বিষয় হচ্ছে iso সিডি ইমেজটিকে আপনার সঠিক ভাবে বার্ন করতে হবে , আর যদি ইমেজটিকে বার্ন না করে শুধু সিডিতে কপি করেন তবে ফলাফল হবে শূণ্য । এবার iso ইমেজটি সিলেক্ট করে বার্ন করুন । ব্যাস এবার বুটেবল সিডিটি পেয়ে গেলেন ।পূর্ব প্রস্তুতিঃ -

# বায়োসে সিডি হতে বুট করার জন্য সেটিং পরিবর্তন করুন ।



# যদি উইন্ডোজ এবং লিনাক্স পাশাপাশি ব্যবহার করতে চান তবে উবুন্টুর জন্য প্রয়োজনীয় ডিস্ক স্পেস খালি করুন ।উবুন্টুর জন্য আপনার নূন্যতম ১৯২ মেগাবাইট RAM এবং ২ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস প্রয়োজন হবে তবে বেশী হলে ভালো । আর সোয়াপ পার্টিশন বা উইন্ডোজে যাকে বলে ভার্চুয়াল মেমরি ২৫৬ মেগাবাইট হতে হবে তবে মূল RAM এর দ্বিগুন হওয়া ভালো ।


# লিনাক্সের জন্য ext3 এবং swap পার্টিশন আপনি পার্টিশন সফটওয়্যারের সাহায্যে পূর্বেই করতে পারেন অথবা উবুন্টু ইনস্টলেশনের সময়ও করতে পারেন ।এখন আমি উবুন্টুর জন্য মূল এবং সোয়াপ পার্টিশনের জন্য আমার হার্ডিস্কের ৪.৬ গিগাবাইট পার্টিশন খালি করে ডিলিট করে দিচ্ছি । আপনি পার্টিশন ম্যাজিক সফটওয়্যারের সাহায্যে তা করতে পারেন । এখন এই খালি পার্টিশনের ৪ গিগাবাইট আমি ব্যবহার করব লিনাক্সের মূল ext3 পার্টিশনের জন্য এবং বাকিটা ব্যবহার করব সোয়াপ পার্টিশন হিসেবে ।এবার উবুন্টু ডেক্সটপ লাইভ সিডিটি বুট করুন । বুট হলে কয়েকটি অপশন দেখা যাবে , সেখান থেকে প্রথম অপশন Start or Install Ubuntu তে এন্টার করুন ।

উবুন্টু লোড হবার পর ডেক্সটপে যেই Install আইকন দেখা যাচ্ছে তাতে ক্লিক করুন । তাহলে এই ইনস্টল উইন্ডোটি ওপেন হবেঃ


চিত্র:- ১

Click This Link

এখান থেকে বাংলা সিলেক্ট করুন । আপনি মাত্র ৬টি ধাপ বা পর্যায় উবুন্টু ইনস্টল করতে পারবেন । এটি ১ম ধাপ । এবার "সামনে " ক্লিক করুন


চিত্র:- ২

Click This Link

২য় ধাপঃ - এখান থেকে অঞ্চল ঢাকা এবং সময় নির্বাচন করুন । এখানে বাংলাদেশী সময় হচ্ছ BDT (GMT+6:00) । এবার " সামনে " ক্লিক করুন


চিত্র:- ৩

Click This Link

৩য় ধাপঃ - এখানে কীবোর্ড বিন্যাস বা Layout সিলেক্ট করুন । আমি us সিলেক্ট করলাম । এবার " সামনে " ক্লিক করুন


চিত্র:- ৪

Click This Link

৪র্থ ধাপঃ - এখানে প্রথম ঘরে আপনার নাম দিন । দ্বিতীয় ঘরে আপনি যে নামে লগইন করতে চান তা দিন । এবার আপনার এ্যকাউন্টির জন্য পাসওয়ার্ড দিন , যা পরবর্তীতে লগইন করতে প্রয়োজন হবে । শেষ ঘরে কম্পিউটারের নাম দিন । এবার " সামনে " ক্লিক করুন



চিত্র:- ৫

Click This Link

এবার এখানে যে কয়টি অপশন আছে তারথেকে নতুন ব্যবহারকারী হিসেবে ভূল বা ঝুঁকি এড়াতে " পার্টিশন টেবিল নিজ হাতে সম্পাদন করুন " সিলেক্ট করুন


চিত্র:- ৬

Click This Link

৫ম ধাপঃ - এবার আপনার হার্ডডিস্ক পার্টিশন গুলো দেখা যাবে । এখানে আমি যেই খালি স্পেস ডিলিট করে দিয়েছিলাম তা unallocated হিসেবে দেখাচ্ছে । এখন সেটি সিলেক্ট করে ওপরের new আইকনে ক্লিক করলে এই উইন্ডোটি দেখা যাবে । এখন আমি উবুন্টুর জন্য মূল ext3 পার্টিশন তৈরী করব । তাই ফাইলসিস্টেম থেকে ext3 সিলেক্ট করুন । এবার নতুন আকার থেকে ৪১১৬ মেগাবাইট নিলাম মূল বা রুট পার্টিশনের জন্য । বাকিটা ব্যবহার করব সোয়াপ পার্টিশনের জন্য । এবার + যোগ এ ক্লিককরুন । তাহলে এখন দেখা যাচ্ছে ৪ গিগা বাইটের ext3 পার্টিশন তৈরী হতে যাচ্ছে ।



চিত্র:- ৭

Click This Link

এবার বাকি unallocated স্পেস সিলেক্ট করে আবার new আইকনে ক্লিক করুন এবার ফাইলসিস্টেম থেকে linux-swap সিলেক্ট করুন এবং বাকি সব কিছু অপরিবর্তিত রাখুন , এবার + যোগ এ ক্লিক করুন । সবকিছু ঠিক থাকলে এবার " সামনে " ক্লিক করুন ।




চিত্র:- ৮

Click This Link

এখন দেখাযাচ্ছে মাউন্ট পয়েন্ট প্রস্তুতি । মনে রাখবেন লিনাক্স আপনার C ড্রাইভকে কিন্তু C ড্রাইভ দেখাবেনা দেখাবে hdb1 আর বাকি ড্রাইভ গুলোhdb5 থেকে শুরু করে পর্যায়ক্রমে দেখাবে । যেমন এখানে আমার ।D ড্রাইভ হচ্ছে hdb5 , E = hdb6 । আর সর্বশেষে লিনাক্সের জন্য যে পার্টিশন করব তা দেখাচ্ছে hdb12 এবং hdb13 হিসেবে।এবার সব ঠিকঠাক থাকলে " সামনে " ক্লিক করুন ।



৬ষ্ঠ ধাপঃ - এটি হচ্ছে শেষ ধাপ । এখানে দেখা যাবে পার্টিশনের কি পরিবর্তন হতে যাচ্ছে । সব ঠিকঠাক থাকলে Install করুন । ইনস্টল হতে কিছু সময় লাগবে । ইনস্টল হলে সিডি বের করে কম্পিউটার রিবুট করুন ।

রিবুটের পর বুট লোডারে আপনার উইন্ডোজ এবং উবুন্টু সহ বেশ কিছু অপশন দেখা যাবে । প্রথম অপশনটি সিলেক্ট করে এন্টার দিন । উবুন্টু বুট হবার পর লগইন স্ক্রিন আসলে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে উবুন্টু লোড করুন । এখন ডেক্সটপ দেখা যাবে ।

এখন একটা জিনিষ লক্ষ্য করতে পারেন যে আপনি হোম ফোল্ডার ছাড়া অন্যকোথাও ফোল্ডার তৈরী করতে পারছেন না । কারন আপনি রুট ইউজার হিসেবে লগইন করেননি তাই আপনার যথাযথ অনুমতি নেই । তাই আপনাকে রুটইউজার হিসেবে লগইন করতে হবে । আগে System > administration > username and group এ গিয়ে show all user and group এ ক্রিক করুন , লিস্ট থেকে root সিলেক্ট করে properties
এ ক্লিক করুন এখানে password এ মনেরাখার জন্য যেই পাসওয়ার্ড দিয়ে লগইন করেছিলেন তা দিয়ে দিন এবার ok করে বেরিয়ে আসুন ।




চিত্রঃ - লগইন উইন্ডো

Click This Link

এবার System > administration > login window তে যান এখানে security বা নিরাপত্তা ট্যাব এ প্রথমে " সরাসরি লগইন সক্রিয় " টিক দিন নীচে Allow local system administrator login এ টিক দিন । এবার উইন্ডোটি বন্ধ কর root হিসেবে লগইন করুন ।

ব্যাস হয়ে গেল । এবার উপভোগ করুন উবুন্টু লিনাক্স ।

আর লিনাক্সের কোন সমস্যা সম্পর্কে BDLUG (Bangladesh Linux User Group) : http://groups.yahoo.com/group/bdlug/ এ আলোচনা করুন

ইশতিয়াক আহমেদ (ফয়সাল)
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৬ সকাল ৭:০৩
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের টাকা দিয়ে ইসলামি ব্যাংকগুলো কি জুয়া খেলে?

লিখেছেন জ্যাক স্মিথ, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৫



ইসলামি শরিয়া ভিত্তিক দেশের পাঁচ পাঁচটি ইসলামি ব্যাংকের আজ বেহাল দশা, তারা গ্রাহকের টাকা ফেরৎ দিতে পারছে না। সবগুলো ব্যাংকই এখন দেউলিয়ার পথে, বাধ্য হয়ে সরকার এই পাঁচ... ...বাকিটুকু পড়ুন

বি ডি আর বিদ্রোহ ও পিলখান হত্যাকান্ডের কিছু অপ্রাকাশিত সত্যঃ (পর্ব ০২)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৭

বিডিআর এর ডিজি নিহত হয় সকাল সাড়ে দশটায়। ভারতীয় টিভি চ্যানেল 'চব্বিশ ঘন্টা' বিস্ময়করভাবে অতি অল্পসময়ের মধ্যে বিডিআর ডিজি ও তার স্ত্রী নিহত হবার সংবাদপ্রচার করে সকাল এগারটায়। ভারতের আর... ...বাকিটুকু পড়ুন

=মানুষ মানুষকে কীভাবে এত অপদস্ত করে এই ব্লগে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪

আমি তো কারও সাতেও নাই পাঁচেও নাই। এত সময়ও নাই মানুষকে ঘাঁটার। ব্লগের ব্লগারদের সম্পর্কেও তেমন কিছু জানি না। তবে পোস্ট পড়ে কিছুটা আন্দাজ করা যায় -কে কী রকম। আমি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ কি শিখিয়েছে?

লিখেছেন শূন্য সারমর্ম, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬






অপমান, অপদস্থ থেকে বাঁচার উপায় শিখাইনি? ওস্তাদ মগা শ্যামী পাহাড়ে বসেও এসবের সমাধান করতে পারে, আপনি সামান্য অসুস্থতার জন্যও ব্লগে মিলাদ দেননি, দোয়া করেছেন কার জন্য? খালেদা জিয়ার জন্য এয়ার... ...বাকিটুকু পড়ুন

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

×