"মঙ্গলবার থেকে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মোবাইল মেলা অনুষ্ঠিত হচ্ছে ভাসানী নভোথিয়েটারে" এইখবরটা ইতিমধ্যে শুনেছেন নিশ্চই ।
গত কাল আমি আর অমিভাই সেই সো কলড "আন্তর্জাতিক মোবাইল মেলায়" গিয়েছিলাম । মেলায় ঢুকে দেখি চারিদিক কেমন খালিখালি (বিকালে)
দর্শনার্থীদের তেমন ভীড় নেই । আর স্টল সংখ্যা নিচে কিছূ স্টল থাকলেও এপর তলায় মাত্র দুতিনটা স্টল । আর মেলার কথা ভাবলে প্রথমে মাথায়
কি আসে? ডিসকাউন্ট!! বা ছাড়!! এই দুটি শব্দের বাস্তব প্রমান যদি এই মেলায় খুজে পান তবে জানাবেন । নোকিয়া ৩২৩০ কেনার কথা ভাবছিলাম
ভাবলাম মেলায় যদি কিছু কমে পাই তবে সেখান থেকেই কিনবো । দোতালায় নকিয়ার স্টলে গিয়ে অবাক ৩২৩০ দাম ১৫০৪০ এর মত দাম । যেখানে
বাইরে এটির দাম শুনেছিলাম ১৪৮০০ মত । কি হাস্যকর তাইনা । আর অন্য সেটগুলোর ও যাচ্ছেতাই দাম । কোথাও নেই ভালো অফার ! মোবাইল অপরেটররের মধ্যে সিটিসেলকেই দেখেছিলাম মনে হয় । গ্রামীন একটেলের খবর নাই । আর সবশেষ গায়ে জ্বালা ধরানো ব্যাপার হচ্ছে টিকেটের দাম ২০ যেখানে এরকম মেলায় কেউ ৫ টাকা দিয়েও ঢুকবেনা । তাও এটা নাকি আন্তর্জাতিক মেলা হা.. হা.. । এখন আপনি যদি আপনার পুরো ২০ টাকা ওয়েস্ট করতে চান তবে এই মেলায় যেতে পারেন । তবে এই ব্লগটা দিলাম যাতে মেলায় গিয়ে আপনার ২০টাকা টা ওঝয়েস্ট না হয় । এর চেয়ে ভালো বসুন্ধরা সিটিতে যান এই মেলার থেকে কম দামে মোবাইল পাবেন । ইচ্ছা হইছিল মেলার আয়োজক দের Ass এ kick করি ।মেলার বাইরে একটা গাড়িতে স্পিকার দিয়ে আদনান সামির গান ছাড়ছিল সেটা হুইনা ২০ টাকা লস যাবার ফাসট্রেশন
কিছুটা দূর হইলো
ইউনিকোডে লিখলাম যাতে সার্চ করলে পাওয়া যায় ।(ক্লোজআপহাসি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


