হাসিন ভাই , দেখতেই পাচ্ছেন কমেন্টের পর ফ্লাডিং বিষয়টা এখন গুরুত্বপূর্ন বিষয় হয়ে দাড়িয়েছে ।
এ ক্ষেত্রে সমাধান কি হতে পারে ?
অনেকে বিষয়টি উল্লেখ করেছেন
যে ১ ঘন্টায় একটি পোষ্ট ফন্টপেজে আনা যাবে । এটি ফ্লাডিং বন্ধে সহায়তা করবে । তবে সময়ের ব্যাপারটাতে পুরোপুরি সম্মত না ।
৩০ মিনিট করলে ঠিক হবে । কারন একটি পোষ্ট করার পর যদি আমার আরেকটি পোষ্ট করা বা ফ্রন্টপেজে আনতে ইচ্ছা হয় তবে আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে । যেটি ডায়ালআপ ইউজার দের জন্য খুব একটা ভালো নয় । তাই এমন ব্যবস্থা করুন যে একটি পোষ্ট করার পর ৩০ মিনিটের মধ্য আরেকটি পোষ্ট ফ্রন্ট পেজে আনা যাবেনা । আর ফ্লাডিং করলে ১ ঘন্টায় কয়টি করতে পারবে ? দুটা তো । সেটা সহজেই মডারেটর কন্ট্রোল করতে পারবেন ।
তাই ফিচার টা তাড়াতাড়ি দিয়েদিন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



