আমরা সব সময় সদর দরজা দিয়ে ক্ষমতায় যাই এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমরা এমন নির্বাচন চাই, যে নির্বাচনে বেগম জিয়া আসবেন এবং তিনি পরাজিত হবেন।
তিনি বলেন, বর্তমান সরকার কোনো গতানুগতিক সরকার নয়। বর্তমান সরকার দিন বদলের সরকার। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বার উন্মোচনের সরকার। নারী ও দুস্থ্যবান্ধব সরকার।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিরোধী দল ষড়যন্ত্র না করলে বর্তমান সরকারের সময়ে আরও উন্নয়ন হতো। বেগম জিয়া যদি সংগ্রামের নামে অন্তর্ঘাতমূলক রাজনীতি না করতেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে তাদের সশস্ত্র তাণ্ডবে সমর্থন না দিতেন তবে আরও উন্নয়ন সম্ভব ছিল।
গত ৫ মে হেফাজতে ইসলামের নাশকতা ও সরকার উৎখাতের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করাও সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি। বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যম বন্ধ করে দেয়া এবং শনিবার ১৫ জন সম্পাদকের বিবৃতি প্রদানের বিষয়ে সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে।
তথ্যমন্ত্রী মহাজোট সরকারের চার বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, বিশ্বমন্দা ও অতীতের ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারের ভূল পদক্ষেপের ফলে অর্থনীতি-প্রশাসন-সামাজিক জীবনে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। সে সময় প্রবৃদ্ধি ৫ এর নিচে ও মূল্যস্ফীতি ১০ এর কাছে ছিল।
শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতা গ্রহণ করে বর্তমানে প্রবৃদ্ধি ৬ এর ওপরে এবং মূল্যস্ফীতি দশের নিচে নামিয়ে এনে অর্থনীতিতে স্থিতাবস্থা রাখতে সক্ষম হয়েছি। অতীতের সামরিক-সাম্প্রদায়িকতার চিহ্ন থেকে উত্তোরণ ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের ঐতিহাসিক দায়িত্ব আমাদের ওপর পড়েছে দাবি করে তিনি আরও বলেন, পঅমার্জনীয় অপরাধে যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব আমাদের জনগণ দিয়েছে।
সংবাদের সূত্র এই লিংকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




