গত 4.02.06 ইং তারিখে এনটিভির খবর দেখছিলাম। খবরের 2য় বিরতির পর হঠাৎ করে
সুপন রায়ের একটি রিপোর্ট দেখালো।
রিপোর্টটি ছিল উপাসনা চক্রবর্তীকে নিয়ে। 13 বছরের একটি মেয়ে। যার দুই টি রক্তনালি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্য়ের বিষয় এই যে রক্তনালি বন্ধ হয়ে যাবার মতো কোন অতিরিক্ত খাবারেই উপাসনা খায়নি। তবুও তার রক্তনালি বন্ধ হয়ে গেছে।
কিন্ত বাংলাদেশের ডাক্তাররা শত লাঞ্চনা আর গঞ্জনা সহ্য করেও উপাসনার চিকিৎসার দায়িত্ব নিয়ে সফলভাবে অপারেশন শেষ করেন। শুধু সফলভাবেই নয় অপেিরশনটা এমনভাবে শেষ করা হয়েছে যে, আমেরিকার জার্নালে এই বিরল ঘটনা স্থান পেয়েছে। এতে এও বলা হয়েছে যে, এই ঘটনাও নাকি পৃথিবীতে বিরল।
আর তাই বাংলাদেশের ডাক্তাররা এই ধরনের সফল এবং বিরল ঘটনার অপারেশন করে প্রসংসার দাবি করতেই পারেন সুপন রায়ের এই কথার সাখে আমি একমত পোষণ করছি।
শুভ বিদায়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






