ব্যর্থ হতে কেমন লাগে? পরিবার, সমাজ, দেশের কাছে?
বলা হয় তুমি পারনি। দেখ দেখে শেখ। দেখ ও কত সফল। কত টাকা উপার্জন। উপরি ও আছে। তুমি কি পারনা? কেন? কিসের অভাব?
কেন এত আবেগ? এটা কি তোমার দুর্বলতা নয়?
মানুষের কাছে তুমি কি আশা কর? সহানুভূতি?
না আর হতাশার কোন কথা আর নয়। আমাকে পারতেই হবে।
রাজা আসে, রাজা যায় প্রজাদের তাতে কি এসে যায়? একটু রাজবিরোধী হয়ে গেল কি?
রাজামশাই, আমরা তেমন কিছুই চাই না। চাই একটা কাজ, চাই একটু খাবার, চাই আপনজনদের মুখের হাসি। বেশি হয়ে গেল কি? দোহাই রাজামশাই দোষ ত্রুটি মার্জনা করবেন। কি করব বলুন? হয়ত মাথাটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়ে থাকবে। অবুঝ বলে মাফ করে দেবেন। আপনার চরণধূলিতে রাজমহল ধন্য হলো। জয় মহারাজ কি জয়! জয় মহারাজ কি জয়!
প্রজারা নতুন আশায় বুক বেঁধেছে। রাজামশাই শুনতে পাচ্ছেন কি?
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






