হ্যাঁ, আপনি যদি ভুলে ও কিংবা মজা করার জন্য ও যদি কাউকে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠাতে চান আর সেই বার্তা যদি গ্রহণকারীর ভাল না লাগে তাহলে তিনি আপনাকে সহায় সম্বলহীন নিঃস্ব তো করতে পারেন্ই এমনকি এমন ও হতে পারে আপনার পরবর্তী প্রজন্মকে ও আপনি এরই ধারাবাহিকতায় ঋণী করে রেখে যাবেন। কারণ এই একটি ক্ষুদে বার্তার জরিমানা কিন্তু ক্ষুদে নয়। মাত্র ১০০ কোটি টাকা !!!!
অবিশ্বাস্য মনে হলে ও এটাই আমাদের ডিজিটার সরকারের তথাকথিত ডিজিটাল টেলেযোগাযোগ আইন'২০১০। এছাড়া ও অন্যান্য নিয়ম লংঘনের শাস্তি সর্বোচ্চ ৩০০ কোটি টাকা এবং অনাদায়ে দৈনিক ১ কোটি টাকার প্রণোদনা কিংবা বিড়ম্বনা প্যাকেজ তো থাকছেই। তথোপরি আমাদের দেশের ইন্টারনেট সংযোগ সাবমেরিন ক্যাবলের একমাত্র বিকল্প সবেধন নীলমণি ভি স্যাট ব্যাণ্ডউইথ এর অপমৃত্যুর সমণ তো রয়েছেই।
মনে হয় সরকারের বিজ্ঞ নীতি নির্ধারকগণ ইদানিং উপরি সহ যে পরিমাণ টাকা রোজগার করা শুরু করেছেন তাতে তাদের কাছে কোটি টাকা মনে হয়, 'এক টাকা'র' সম পরিমাণে এসে ঠেকেছে। নাহয়, আমাদের মত এই রকম দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই পরিমাণ জরিমাণা নির্ধারণ নিতান্তই হাস্যাস্পদ, অর্বাচীন এবং অবিবেচনারই স্বাক্ষর বহন করছ। একেই মনে হয় বলা চলে, 'লঘু পাপে গুরু দন্ড'।
যাই হোক, এই উছলাই আমাদের মত ক্ষুদ্র মন মানসিকতার লোকরা হাজার ছেড়ে অন্ততঃ কোটি টাকার গণণা শেখা শুরু করতে পারব কিনা বুঝতে পারছি না। বাস্তবে না হলে ও মনে মনে !!
"ডিজিটাল সরকারের ডিজিটাল মেসেজের জয় হোক"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






