
মানুষ বন্ধুরা!!
আমাকে কি তোমাদের মনে আছে?? আমি তোমাদের আদরের টিংকু !!
শুনলাম তোমরা নাকি আমাদের নিয়ে “ম্যাও-শো” করেছ?? শুনে আমি এত্তোওওগুলা খুশি আর এক্সাইটেড হয়েছি জানো!!!
আমি বেঁচে থাকলে অবশ্যই আমার আম্মুর সাথে যেতাম তোমাদের এই “ম্যাও-শো” থুক্কু “ক্যাট শো” তে!! আর এতোওও গুলা নতুন নতুন ম্যাও এর সাথে বন্ধুত্ব করতাম!! আর ‘মিয়াও মিয়াও’ কলে সব্বাইকে মাতিয়ে ফেলতাম!! আমার চাইতে সুন্দল ম্যাও একতাও ছিলনা সেখানে!!!
আমার আম্মুর অনেক ইচ্ছা ছিলো এই শোতে অংশ নেয়ার । কিন্তু আমি নেই বলে মন খারাপ করেছিল । যেতে পারেনি তাই । আমার আম্মুটা এখনো আমার জন্যে কাঁদে একা একা। মন খারাপ করে । কাউকে বলেনা ,কারন কেউ সেভাবে অনুভব করতে পারেনা আম্মুর কষ্ট টা।উলটো কিছু গাধা মানুষ আছে যারা এই ফিলিংস্টা নিয়ে ফান করে!!যেজন্যে আম্মু আরোবেশি কষ্ট পায়!

আমি জানি আমার আম্মু আমাকে কত্ত বেশি ভালবাসত! কত্ত বেশি আদল কত্তো!! আর এখনও বাসে আর এখনো মিস করে!! আমাকে আর বেশি মিস করোনা আম্মু! আই মিস ইউ টু আম্মু!! তুমি ভালো থেকো!
=========================================
ক্যাট কনসার্ন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে পশুপাখিপ্রেমী একটি সংগঠন এই প্রদর্শনীর আয়োজক। গত শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ আয়োজন করে তারা।

এই দেখো ম্যাও শো এর পিক!!







ক্যাট শো এর নিউজ লিংক
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




