"I am inmarried, are you still married?"
প্রিন্স ভাই জনৈক একজন মেয়ে ব্লগারের ব্লগে এই মন্তব্যটা করেছিলেন। অনেকেই হয়ত এই ইংলিশ টাকে ভুল বলবেন কিন্তু আমি বলবো যেহেতু প্রিন্স ভাই এই মন্তব্যটা করেছেন, তাহলে নিশ্চয় এই কথাটা সঠিক। প্রিন্স নাভানা কি আর ভূল করতে পারেন?
যাই হোক আমার এই পোষ্টটা দেওয়ার মূল কারন হলো, সবাই যার যার ভাষায় প্রিন্চ ভাইয়াকে ফিরে আসতে বলেছেন। আমিও আমার ব্লগ থেকে প্রিন্চ ভাইয়াকে অনুরোধ করছি:
"প্রিন্চ ভাইয়া ফিরে আসুন। আপনি ছাড়া ব্লগ একদম শুকনা শুকনা লাগতাছে। ব্লগ বিশাল এক বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।"
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




