![]()
পৃথিবীতে আজব কত কিছুই না থাকে।
বলছি দক্ষিন কোরিয়ার সিউলের কথা। সেখানে নামসান টাওয়ার নামে একটা সুন্দর টাওয়ার আছে যেখান থেকে পুরো সিউল শহরকে সহজেই দেখা যায়। আমার মনে হয় বিশ্বের সব বড় বড় শহরেই এরকম টাওয়ার থাকে। আমাদের ঢাকাতেও কোন একদিন হয়তঃ হবে।
এই নামসান টাওয়ারের নীচে একটা অংশ আছে যেখানে ‘লাভ-লক’ বা ‘ভালবাসার তালা-চাবি’ বলে একটা জায়গা আছে। মনে হয় ব্যাখ্যা করা দরকার বিষয়টা আসলে কি।
আসলে তেমন কিছুই না। আপনি যদি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তাহলে আপনাদের সুন্দর আগামীর কামনায়, মজবুত ভালবাসার জন্য কোন একদিন দু’জনে একসাথে গিয়ে একটা তালা মেরে আসতে পারেন। আরো কিছু করতে চাইলে তালার সাথে কিছু সুন্দর রোমান্টিক লেখা লাগিয়ে দিতে পারেন। আর চাবিটা? সেটা আপনার ব্যাপার-রেখে দিতে পারেন বা ফেলে দিতে পারেন। যুগলরা ধারনা করেন তালাটার মতো তাদের বন্ধন হবে শক্তিশালী-কখনো ছিঁড়ে যাবে না।
১। সন্ধ্যার আলো-আধাঁরীতে সিউল টাওয়ার
![]()
২। ভালবাসার কথামালায় পরিপূর্ণ তালা
![]()
৩। তালা দিয়ে বানানো ক্রিসমাস ট্রি
![]()
৪। সারি সারি তালা
![]()
৫। তালা কাহাকে বলে-কত প্রকার ও কি কি
![]()
৬। তালারে তালা
![]()
৭। দু’য়ে মিলে এসো তালা লাগাই!!
![]()
৮। কত কথা হয়েছে বলা তালায় তালায়
![]()
৯। এসো সুন্দর কোন দিনের কথা বলি
![]()
১০। তাহার ভালবাসার নাম জুডি—কত যত্ন করে লিখছে!!
১১। দু’বছর আগে তুমি আর আমি এখানে এসে তালা লাগিয়ে রেখে গিয়েছিলাম। কোথায় খুঁজি তারে!!
![]()
১২। আজ ভালবাসার দিন-আজ তালা লাগানোর দিন
![]()
১৩। আমি তোমাকে ভালবাসি
![]()
কিন্তু কথা হচ্ছে কথা তা না-যার মন বড় যত, প্রেমে পড়ে অবিরত-তারা কি করে!! একাধিক তালা লাগায় নাকি আগের তালার কথা ভুলে যায়।
সে যাই হউক ভালবাসার জয় হউক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




