লেখার চেয়ে আঁকতে বেশি ভালো লাগে, তাই আমার আঁকা একটা হাবিজাবি স্কেচ শেয়ার করছি---
এই স্কেচটির পেছনে একটা গল্প আছে- দুপুর রোদে আমার হোম অফিস কাম ডাইনিং টেবিলের একটা ছবি লাস্ট পোস্টে দিয়েছিলাম, আজকেও তাই দিলাম, --তবে এঁকে দিলাম! সাদাকালো স্কেচের মত আমাদের জীবনও কেমন যেন বর্ণহীন হয়ে উঠছে! ভালো লাগে না কিছুই, কেমন মন মরা চারিপাশে সবকিছু---অথচ গত বছর এই সময় আমার বাসা ভরপুর আনন্দে, কত মজার খাবার দাবার, বাসাভরতি মানুষজন--আমার ছেলেমেয়ে, ভাগনা- ভাগনি, বোনেরা, আরও কত সবাই জড়াজড়ি করে এই ঠান্ডায় লেপ মুড়ি দিয়ে ফ্যামিলি লিভিং রুমে টিভি দেখছি, রান্না ঘর থেকে আসছে মনমাতানো খাদ্যের সুঘ্রান!...থ্যানক্সগিভিং উৎযাপনের আনন্দ আর কি! কিন্তু করোনা আমাদের সব আনন্দ কেড়ে নিয়েছে, সবাই ভার্চুয়ালী একে অপরকে স্বাগত জানিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে!..কেউ নেই এবার আমাদের বাসায়! অথচ এর আগে সব সময় আমার বোনের ছেলেমেয়েরা কত দূর দূরানতের স্টেট থেকে ফ্লাই করে আসতো--ওদের মায়ের একটু ছোঁয়া আমার মাঝে খুঁজে পেতে কত কস্ট করে ওরা আসত আমার ছোট্ট নীড়ে! আহারে বাচ্চারা আমার---সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেঁচে থাকলে আগামীবার দেখা হবে নিশ্চই ইনশাললাহ!

আমার হোম অফিসের হাবিজাবি একটা স্কেচ!

জানালার বাইরের পড়ন্ত বিকেলের দৃশ্য ফোন ক্যামেরায় ধরতে গিয়ে দেখলাম, একটা দূরন্ত কাঠবেড়ালী বিদ্যুতের তারে গিয়ে কেমন বসে আছে!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


