আজকে অনেক তুষারপাত হয়েছে এখানে..বাইরে বেরোনোর কোন উপায় নেই! দেখতে তো ভাল লাগে, কিন্তু পরিস্কার করার কথা মনে হলে গায়ে জ্বর চলে আসে..আপাতত দেখতেই থাকি--পরে কিছু না হয় করা যাবে!
এটা এবছরের প্রথম তুষারপাত নিউ ইয়র্কে। এমনি তেই করোনার থাবায় মানুষের জীবন বিপর্যস্ত, কত মানুষের চাকুরী/কাজ নেই..এর মধ্যে এই তুষার সাদা সুন্দরী এবার যেন কিছুটা দানবের মত জনজীবনে হানা দিয়েছে..সৌন্দর্য্য দেখার মত কারো মনের অবস্থা নেই!
তবু আমি কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে..ঘরের ভেতর থেকে যতটুকু পারা যায়, ক্যামেরায় তা বন্দী করেছি!
আমার অবশ্য সকাল বেলায় স্নো দেখতে ভালই লাগে..রাতে আরও অপার্থীব লাগে, কেমন জোৎস্না জোৎস্না ভাব! (রাতের ছবি নেই এখানে যদিও)

কাজের ফাঁকে তোলা

চিরচেনা সবুজ পেছনের বাগানটা যেন একটা সাদা কম্বল দিয়ে মুড়িয়ে চুপচাপ ঘুমাচ্ছে!

সামনের রাস্তা টাও পরিস্কার হয়নি এখনো..বের হব কিভাবে?

দরজাও খুলতে সময় লাগবে!

আপাতত বসার ঘর থেকেই সাদার খেলা দেখি...

বাচ্চাদের মত আমারও একটু খেলতে ইচ্ছে করছে..কিনতু যে ঠান্ডা!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


