আমাদের এখানে এখন বসন্তকাল চলছে, সেই সাথে গাছে গাছে নতুন কুড়ি, ডালপালা আর ফুলের সমাগম শুরু হয়ে গেছে! তবে এখনও সব গাছে ফুল-পাতা পরোপুরি আসেনি..তাতেই মনে হচ্ছে কি রঙের বাহার চারিদিকে! আমার ব্যাকইয়ার্ডেও রঙের খেলা শুরু হয়ে গেছে..আজকে কাজ করতে করতে বাইরের এই অপরুপ দৃশ্য দেখে মনটা ভাল হয়ে গেল।

আমার খুব প্রিয় এই ফ্যামিলি লিভিং রুমের জায়গা টা..যেন একটা ফটো ফ্রেম! প্রকৃতি আমার এত কাছে, যেন কোল জুড়ে বসে আছে!

বসার রুম থেকে বের হলাম, ঘাসে পা দিতে..আমাকে দেখে খরগোষ ছানাটা পালালো!

আহা কি মায়া আর রঙ এই ঘাস, ফুল- লতা- পাতার!

মায়াবী একটা কোন!

আরেকটি ফটো ফ্রেম যেন আমার ডাইনিং রুমের জানালা!

এতো আমার আরেকটি প্রিয় ফটো ফ্রেম..লিভিং রুমের জানালা!
সব ছবি গুলো আমার আই ফোনে তোলা...আজকে দুপুরে!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২১ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


