চোখটা সবে যেই বুঁজেছি, ডাকল হুলো 'মিঁয়াও'।
মাথায় এলো আজিব টপিক - আরি সাবাশ! WOW!!
ল্যাংটাকালে 'আমার বই'-য়ে,
আঁকল ছবি কোন আঁকিয়ে?
তালগাছেতে উলটো ঝোলে কানাবগির ছাও।
সেটাই ছিল প্রথম অবাক, প্রথম বলা - WOW!!
আরও অবাক হওয়ার বাকি; এই ছিল কি ভাগ্যে?
দেনাদারই ফোনে জানায় - 'ভুল হয়েছে, আজ্ঞে।
'দিচ্ছি ফেরত পুরো টাকাই। বলো, কবে চাও?'
জিভ ব্যাটা তো বলবে নিজেই, 'মারহাবা! ভাই। WOW!!
নিত্যি যে হয় ঝগড়াঝাটি,
রান্না নিয়ে ফাটাফাটি।
এরই মাঝে যদি শোনো, 'লক্ষীটি, প্লিজ খাও।'
আঁতকে উঠে বলবে কিনা, 'খাইছে মামু, WOW"?
হপ্তা পুরোয়, মাস ঘুরে যায়,
পুরুষ ক্রমে সন্যিসি হয়।
টাচ করলে বলবে জানি 'দূর মিনসে। সর্।'
উলটো যদি তখন বলে, 'যাহ্ দুষ্ট! যাও।'
ধুকপুকানি চেপে জিগাই, 'সত্যি বলছ? WOW!!!'
সুর, লয়, তাল সৃষ্টিছাড়া।
তাও মাইক বাগিয়ে কাঁপায় পাড়া।
ভদ্র শ্রোতা, তাই অনুরোধ - 'আরেকটা গান গাও।
গলা যেন মান্না-ভুপেন। আহা! দারুণ! WOW!!'
দেশ ভেসে যাক রসাতলে,
স্বপ্নে চড়িস পাতালরেলে।
অপঘাতে মরণ? তা হোক। নিত্য যে হয় তা-ও।
তুই জপে যা গাঁজার টানে - সাবাশ। সাবাশ। WOW!!
জাকারখুড়োর কল কি আজব!
মুখবইতে প্রেম কা গজব।
খুড়ো থেকে মামাশ্বশুর, যাচ্ছে না বাদ মা-ও।
যা-ই দেখি একটা কথাই - WOW রে কাগু! WOW!!
কোবতে কিংবা রসরচনা, জ্ঞান মাখানো আলোচনা,
অঙ্গ শোভা টিপ গহনা, লাস্যময়ীর সেই ছলনা,
পেগলে যাওয়া ছাগলছানা, প্রলয়নাচন ধিনতাধিনা,
যা ইচ্ছে পোস্টাও।
হে জনগণ, এটুক জেনো -
কেউ পড়ে না। পড়বে কেন?
এক কথাতে সব covering; বীজমন্ত্র চাও?
কমেন্টবক্সে জাস্ট লিখে দাও -
'উফ্! কি দারুণ!! WOW!!!'
এমনিই একটা ছড়া লেখার চেষ্টা।
তবে উফ! কী দারুণ! ওয়াও! – এই লাইনগুলো দিয়ে কিন্তু মোটামুটি অনেক কমেন্টই কাভার করা যায়।
ভুল বললাম?
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৬