somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনার রাফখাতা

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




০০০০০০

আমি তোর হইব প্রতিবেশি
ও বন্ধু
তুই হবি মোর আয়না
বন্ধু বেশি কিছু চাইনা
আমি তোর হইব প্রতিবেশি
ও বন্ধু
তুই হবি মোর আয়না

ঘর হইতে বাহির হইয়া
রোজ
নিজেকে দেখিব
বন্ধু তুই হবি মোর আয়না
বন্ধু বেশি কিছু চাইনা
আমি তোর হইব প্রতিবেশি

আমি তোরে বাসব ভাল
তুই বাসিস যারে খুশি.....
বন্ধু তুই হবি মোর আয়না
বেশি কিছু চাই না
আমি তোর হইব প্রতিবেশি

০০০০০


আহা একটা জীবন বিষম রকম
নোনতানদীর চরায় কাঁদে
একটা জীবন মিথ্যে মায়া
মিথ্যে প্রলোভনের ফাঁদে
একটা জীবন ধোয়া ধোয়া
এক জীবনে গান হলোনা
বিকেল নদী সন্ধ্যা করুণ
কেমন মায়ার রং মেখেছে
আবছা আলোয় একটি মেয়ে
হাহাকারের সুর মেলেছে
এমন সুরে কতরকম
জগৎ সুরের সুঁতোয় বাঁধা
আহা, তবু একজীবনে গান হলোনা
কত রকম নদীর ধারা আকুলপারা আকুলপারা
শুষ্ক মরু ভূমির ভেতর
লোকচোক্ষে যায় না দেখা
জগৎ - এমনতর ব্যথায় ভরা
তবু একজীবনে গান হলোনা...



০০০০০০
ও তুই
ডুব না জেনে তুলবি শালুক কেমন করে
ও' লো তুই শাপলা মেয়ে
নাইতে জানিস সাঁতার দিয়ে?

কতলোক সাঁতার জেনেও
পায় না শালুক
বৃথাই তাহার ডুবাডুবি
দুদিনের বৈরাগী তুই
সাহস কত!
জলে নেমেই শালুক ছুঁবি!

০০০

তোমারি বর পেয়ে যেশ্লারা ধন্য
তারাই তোমায় শাপ দেয় গালি দেয় মীরজাফর !
তোমার বুনে যাওয়া বটবৃক্ষের ছায়ায় যাদের নিত্য গড়াগড়ি, ঝোলাভাতি খেলা পায়েস রান্ধে
তবুও তুমি নিশ্চুপ থেকে যাও বিধির মতন
এতই প্রাজ্ঞ তুমি সময়ের ডাক শোনো, করো পুরানো বিনাষ তবুও তোমাকেই শাপ দেয় তুমি
দাও বর
মিরজাফর!
মিরজাফর!!
মিরজাফর!!!
০০০০০


তবুও ছাগল হইলি না।
ল্যাংটা হয়া ঘুরে করিস রাজার বাহাদুরি
ওরে ল্যাংটার কারবারি
দেখে ছেলে বুড়ায় হাসে
কোনই হুস নাই।
প্রতারণা সব খেয়েছে আলোর রুশনাই।
কোন মুগ্ধতা আর নাই


০০০০

সাম্প্রদায়িকতার মূলে আছে নিজ সম্প্রদায়কে শ্রেয়তর জ্ঞানকরণ। বিজ্ঞানবাদীগণ ভাবেন তারা শ্রেয়তর, সেক্যুলার ভাবে তারা, মুসলমানও তাই, হিন্দুও তাই। কম্যুনিষ্ট ভাবে তারা উৎকৃষ্ট। গণতন্ত্রের উপর নাকি কোন তন্ত্রই নাই।
সাম্প্রদায়িকতা বলতে আমার এই বুঝে আসে। সাম্প্রদায়িকতা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক বিষয় নয়।
শ্রেয়তর ভাবনাই সাম্প্রদায়িকতা।



০০০০

যত জাত তত সুন্দর, তত ভাল। কোন পার্থক্য খুঁজে লাভ নাই, পার্থক্য সুন্দর। জাতপাত হচ্ছে একই দেহে নানান অলংকার। সেই অর্থে লালনের গান ভাল না।
০০০০
যেমন ধরেন আদর্শবাদীতা! স্বার্থ না থাকলে কেউ কোন আদর্শ মানবে কেনো? কেউ যখন রাজাকার হয় তখন স্বার্থ রক্ষার জন্যই হয়। দেশপ্রেমিক হইলেও ঐ একই জিনিস! সুবিধার জন্যই প্রেম। মানে অর্থ দিয়া এইসব প্রেমপিরিত মাপা যায়। আবার অভ্যস্থতা দিয়াও মাপা যায়। তো যাদেরকে অভ্যস্থতা দিয়া মাপতে হয় এরা হল বোকারাম। তারা প্রেমের মিলাদ পইড়া প্রেমিক হয় বটে জিলাপির ভাগ পায় না।


০০০০
কাছে না আসাই ভাল
নদী পাড়ি দিয়ে যার অভ্যাস
সাঁতরিয়ে বারোমাস
কাছে না আসাই ভাল
টলটলে নিটোল জলে
বিলি কেটে যাবে কেউ
ঝলকে উঠবে ঊচ্ছ্বল ঢেউ
তীর ধ্বসে যাবে প্লাবনে হারাবে
নদী কাছে না আসাই ভাল
থাকো দূরে আছো যেমনতরো

০০০০

পাহাড় বেয়ে বেয়ে নামছি মেঘেদের দেশ থেকে। পাদদেশে নেমে সমতলে দেখি একটা বৃত্ত। সেই বৃত্তে অনেকগুলো গর্ত। ও মা! লোকজন সেই গর্তগুলোতে ঢুকছে যে যার মত!
কতিপয়কে জিজ্ঞেস করি - গর্ত দিয়ে কোথায় যাচ্ছেন ভাই?
-স্বর্গে!
বলল সবাই।
.......





আর তো তাকাবোই না
যদি এমন করো
এলোমেলো হয়ে যাও
ডানে যেতে গিয়ে বা-দিকে চলে যাও
তাকিয়ে আর হাসবোই না
যদি এমন করো
কেঁপে কেঁপে উঠো
তুমি থেকেও যদি না থাকো
কোথাও
যদি সিঁড়ি ভাঙতে না পারো
হাত ফসকে ব্যাগ ফেলে দাও
শিশুটির হাত ছেড়ে উদাস তাকাও
.........


নাটাই যদি তোমার হাতে শুধু
সুঁতো নিয়ে করবটা কি
উড়ছি যদিও অল্প করে
তোমার ইচ্ছাতেই নাচতে আছি
আমার অল্প উড়ার জীবন
আমার অল্প ঘুরার জীবন
তুমি উড়াও বলেই উড়ি
তুমি ঘুরাও বলেই ঘুরি
তবু যদি ভুল হয়ে যায়
আমি তোমার পাপেই পাপি।
ওহে আমার একলা রাজা
আমার অনেক উড়ার বাকি।

......
ঘোড়া দৌড়াবেই, লাগাম তোমার থাকবে না, লিখে নাও - লিখে দিলাম তোমার ঠিকানা।

.......

গণপিটুনিতে নিহত ছেলেটা চোর ছিল, কিংবা মোটেও না, যারা পিটুনিতে অংশ নিল তারা নিশ্চিত খুনি।
......
মানুষের বাচ্চারা যখন গণপিটুনি দিয়ে মানুষ হত্যার উৎসবে মেতে উঠে আপনি লেজ উঁচিয়ে, দাঁত খিঁচিয়ে প্রতিবাদ করুন, বাঁধা দিন। ....


একটা দানব জাগছে
ঘুমাচ্ছিস তুই
হচ্ছেনা বোধ?
মাদারচোদ!
....



......


মানবশিল্পের সকল কলা নদীর জানা আছে, আর আমার অনেক নদী আছে, যাদের নেই তারা, আমাকে হিংসে করে, গালমন্দ করে। অথচ আমি পশু আমার ভেতর বয়ে গেছে ভয়ালতম নদী, বত্রিশজন মাঝি নৌকা চালায়। নদীতে নামি, তীর ধরে হাঁটি।কান মলে দিই নদীর। মাঝিরা দাঁড় টানে, তাদের যন্ত্রসঙ্গ নেই। তারা ঝালমুড়ি খায় জলযানে জলপান করে। আস্ত নদী যার ভেতর বহে, কলসি জলে তার কি দরকার! যাদের নদী নেই তারা স্নান করে না। কি ঢেউ ঢেউ খেলা নদীর তারা জানে না। আমার নদী আছে, তারা দিশেহারা। আমি পশু বলে আমার নদীকে তারা বলে পশুর নদী।


.....
প্রতিটি আদর্শধারী মানুষ পরাধীন, প্রতিটি স্বাধীনদেশের মানুষ পরাধীন আর অধিক চেতনাধারীরাই ধর্ষণ করে আর ধর্মধারণকারী মানুষের চেয়ে অনুভূতিপ্রবণ মানুষ বেশি।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রফেশনাল জীবনের ত্যাক্ত কথন :(

লিখেছেন সোহানী, ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৪



আমার প্রফেশনাল জীবন বরাবরেই ভয়াবহ চ্যালেন্জর ছিল। প্রায় প্রতিটা চাকরীতে আমি রীতিমত যুদ্ধ করে গেছি। আমার সেই প্রফেশনাল জীবন নিয়ে বেশ কিছু লিখাও লিখেছিলাম। অনেকদিন পর আবারো এমন কিছু নিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

×