কারো কারো মুঠো ভরা স্বপ্ন ছিল
শূন্য পকেট ,কিন্তু মুঠো ভরা স্বপ্ন
নিয়ে পথ চলত,আসলে চলতে হত
বেচে থাকার বিশেষ নিয়মে চলতে হত
কারো কারো দেবার মত কিছু ই ছিলনা
শুধু বুকভরা ভালবাসা ছাড়া
ভালবাসায় বুক ভরা যায়
কিন্তু শূন্য পেটে যে সয়না
কারো কারো মুখ ভরা কথা ছিল
প্রতিদিন সে তাই নিয়ে ভাবত
কথা গুলো গুছিয়ে ছোট করে নিত
বলা হয়নি কখনো ,শোনার লোকের ভারী অভাব ছিল
কেউ কেউ আবার ছোট ছোট কষ্ট জমাতো
নিজের কাছে একান্ত আপন করে
ক্লান্ত দিন শেষে সন্ধা বেলা পানি দিত
এখন তার কষ্টের বিরাট বাগানে
বর্ণ হীন গন্ধ হীন ফুল ধরে
কেও তা দেখলো না, কেও তা জানলো না
আসলে তাদের অনেক কিছু ছিল
ইচ্ছা ছিল, সঙ্ঘ ছিল,চেষ্টা ও ছিল
শুধু অন্য কারো ইচ্ছা ছিল না
অনুভুতি ছিল না
আর দেখার মত চোখ ও ছিল না
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১১ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




