
তোমাকে হারাবার ব্যথা
তোমার চলে যাওয়া দিনের মতই
টাটকা আছে,আমি নিয়ত পুষে চলি
আমার পাজরের অভ্যন্তরে চঞ্চল রক্তে
আমি বিশ্ব চরা জয় করতে চেয়ে ছিলাম
তোমার হাতে হাত রেখে
আমি আমাকেই জয় করতে পারিনি
তুমি নেই বলে
আমাদের সুখের ছবি গুলো ছিল
কালবৈশাখের মত দুর্বিনত
পাজরের মত অস্তিতময় ,আর
তোমার হাতে হাত রাখার মত আনন্দের
ছায়ার মত নিঃশব্দে তুমি আমার
জীবনে এসেছিলে , আবার
দুর্বিনত আবেগে আমাকে একা রেখে
সত্যের স্থায়ীত্বে বিদায় নিলে
আমি বিবর্ণ রাত্রির মত নিঃসঙ্গ অপেক্ষায় থাকি
বিদায় আসবে বলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




