
মনের জমিনে বেড়ে উঠা যত ফুল ,
আর ভুল ভাবে বেচে যাওয়া যত ফুল |
আমার ছিড়েফেলা যত কবিতা ,
যত চিঠি ভালোবেসে তোমাকে লিখা |
আমার ফেলে আসা যত নষ্ট সময় ,
আমার আমি ও আমার নষ্ট কলম |
একটি তুচ্ছ কবিতার বিনিময়ে
ভালবাসা কিনতে যাওয়ার পাপ ,
আমাকে অপরাধী করে তুলেছে |
এই সব পাপ বোধ ও কিছু পুরনো অপরাধ
আমাকে ক্রমশ একা করে ফেলেছে |
আমি জানি ভালবাসা আমার নয় ,
ভুল গুলো আমারই সম্পদ |
আমার নষ্ট কলম ,নষ্ট সময় আর তুচ্ছ কবিতা |
আমার পুড়ে যাওয়া বুকের উঠান ,
ভেঙ্গে যাওয়া মনের বাড়ি আর ক্ষয়িষ্ণু চোখ ,
আমার আমি ও আমার বেদনারা |
এই সব ভুল আর ভুল ভাবে বেচে যাওয়া যত ফুল ,
ঝড়ে গেলে পৃথিবীর ক্ষতি নেই আজ |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




