The Fox
সূর্য উঠার সময় এক শিয়াল তার ছায়া দেখে বলল " আজ দুপুরের খাবারে একটা উট না হলে চলবেই না"। তাই সমস্ত সকাল জুড়ে সে উট খুঁজে বেরালো। কিন্তু দুপুরবেলা যখন সে তার ছায়ার দিকে তাকালো তখন বললো "একটা ইঁদুর হলেও চলতো"।
The Asylum
আমি একটি পাগলা গারদে ঘুরছিলাম আর তখন এক যুবককে দেখলাম দর্শনের একটা বই পড়তে। তার ব্যবহার আর স্বাস্থ্য অন্য সবার চেয়ে আলাদা তাই আমি কৌতুহলী হয়ে তার পাশে বসে জানতে চাইলাম " তুমি এখানে কি করছো ?"
সে অবাক চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন বুঝলো যে আমি কোনো ডাক্তার না , তখন বললো :
'বাবা ছিলেন মেধাবী আইনজীবী আর মনেমনে তো চাইতেনই যেন আমি তার মতো হই মুখেও বলতেন "তোমাকে হতে হবে আমার মতো "। চাচা ছিলেন বড় ব্যবসায়ী। তিনিও আশা করতেন আমি তার পথে এগুবো। এদিকে মা চাইতেন আমি যেন আমার নানার মত মস্ত চাকুরে হই। আমার বোন্ কি চাইতো না ! সে তার স্বামী কে আমার সামনে রাখতো উদাহরণ হিসেবে। আমার ভাই প্রতিদিন ভোরে আমার ঘুম ভাঙিয়ে ব্যায়াম করার জন্য নিয়ে যেতে চাইতো আর বলতো " আমার মতো খেলোয়াড় হতে হবে তোকে তবেই না দেশ জুড়ে মানুষ্ চিনবে "
স্কুলেও একই ব্যাপার ঘটতো। গানের শিক্ষক তার সুরের জালে বেঁধে বলতেন গায়ক হতে। আর সাহিত্যের শিক্ষক কথার জাদুতে ফেলে লোভী করে তুলতেন লেখক হতে যেন মানুষকে কল্পনার জগতে আটকে ফেলতে পারি । সবাই নিজেকে আমার সামনে নিয়ে এসেছে উদাহরণ হিসেবে তাকে অনুসরণ করার জন্য, তাদের কেওই আমার দিকে তাকায়নি একজন মানুষের দিকে যেভাবে তাকানো উচিত । মনে হয় তারা যেন আয়নার দিকে তাকিয়েছে, নিজের প্রতিবিম্ব আমার উপরে দেখবে বলে ।
আমি আমার মত থাকতে চাই, তাই আমি এখানে আছি । '

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




