অনেক দিন ধরে আড্ডা দেয়ার চান্স খুঁজছি।
এই গানটা আমার খুব প্রিয়। সব ব্লগারদের যারা সামু ছেরে চলে গেছে অনুরোধ জানাচ্ছি ফিরে আসার জন্য। আমি তোমাদের লেখা খুব মিস করি। ( বিশেষ করে চাঙ্কু ভাই, নুশেরা আপু সহ নাম ভুলে যাওয়া অসংখ্য ব্লগার যাদের লেখা আমার খুব ভালো লাগে......।) আর সেইসব বন্ধুদের যাদের সাথে ইদানিং দেখা হয়না তাদেরকেও উৎসর্গ করলাম এই গানটা।
ফুয়াদ ফিচারিং কণা এ্যালবামের বৃষ্টির এই গানটাও আমার খুব প্রিয়। এই বছরে বৃষ্টিতে আরো কয়েকবার ভিজতে চাই।
তাহসান ফিচারিং মিথিলার অগোচরে গানটা আমার অসাধারণ লাগে !!
এবার আসি খাওয়ার কথায়। আড্ডার জন্য আমি আনলাম আইস ক্রিম আর কেক। যে যা খাবেন সাথে করে নিয়ে আসবেন।
আরো আছে আইসক্রিম:




কিছু ডার্ক চকোলেটও আনলাম। খায়া বলবেন কেমন লাগে।


সো আসেন আড্ডা স্টার্ট করি। হ্যাপ্পি ব্লগিং।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




